শহরের রাস্তায় বাস মালিকদের বিক্ষোভ

কেন্দ্রের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে রাস্তায় বাস মালিকদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল বাস এন্ড মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশন। আজ, বুধবার এই বিক্ষোভ শহরের পাঁচটি জায়গায় দেখানো হয়। শ্যামবাজার, ধর্মতলা, এক্সাইড, কালীঘাট, গড়িয়াহাটে সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ হয়।

এই বিক্ষোভে বাস মালিকদের সঙ্গে বাস শ্রমিকরাও অর্থাৎ, চালক, পরিচালক ও খালাসিরাও অংশ নেন। কেন্দ্রের কাছে তাঁদের দাবি, বীমার ক্ষেত্রে সময়সীমা বাড়ানো-সহ ডিজেলের দাম কমানো। তাই কেন্দ্রের আর্থিক প্যাকেজ-সহ একাধিক দাবিতে রাস্তায় নেমেছিলেন তাঁরা।

Previous articleতরুণীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে সম্মানরক্ষার্থে খুনের অভিযোগ
Next articleভুলে গিয়েছি, ক্ষমাও করেছি, কী প্রসঙ্গে বললেন গেহলট?