ময়দান রাজনীতিতে আজ নতুন খেলা ইস্টবেঙ্গলকে ঘিরে?

আজকে বেলা ৩:৩০ এর সময় ক্রীড়া দফতর তরফে ইস্টবেঙ্গল,মোহনবাগান, মহামেডান ক্লাব এবং আই এফ এ কে নিয়ে একটি মিটিং ডাকা হয়েছে। মিটিং এ দুটো জিনিস উঠে আসতে পারে –

১)আজকের মিটিং এ ইস্টবেঙ্গল কে আইএসএল খেলতে না দিলে ক্রীড়া দফতর আই লীগ দ্বিতীয় ডিভিশনের কোন ম্যাচ কলকাতায় করতে না দেওয়ার সমূহ সম্ভাবনা।

প্রশ্ন হলো, ইস্টবেঙ্গল আইএসএল না খেলতে পারা কর্তাদের অক্ষমতা; তাদের ভুলের জন্য মহামেডান ক্লাবের হাতে নিজেদের ঘরের মাঠে খেলে আই লীগের মূলপর্বে যাওয়ার যে সুবর্ণ সুযোগ রয়েছে তা কেন হাতছাড়া হবে তাদের?

২) ক্রীড়া দফতর এই সিদ্ধান্ত আই এফ এ এর ওপর চাপিয়ে দিলে সচিব জয়দীপ বাবু সেই সিদ্ধান্ত না মেনে সরে যেতেও পারেন।

দীর্ঘদিন পর নতুন সচিবের হাত ধরে বাংলার ফুটবল যখন ঘুরে দাঁড়াচ্ছে তখন একটা দলের মুষ্টিমেয় কিছু কর্তার ব্যর্থতার দায়ভার সম্পূর্ণ ময়দান কেন নেবে?

Previous articleবর্ষার মরশুমে কোনও ওয়াইড বডি বিমান নামবে না কোঝিকোড়ে: ডিজিসিএ
Next articleভাইরাস আক্রান্ত রোগীর আবেদনে সাড়া দিয়ে প্লাজমা দান কলকাতা পুলিশের ২ কর্মীর