রেকর্ড দামে বিক্রি হলো গান্ধীর চশমা!

মহাত্মা গান্ধীর চশমা নিলাম হলো ২ লক্ষ ৬০ হাজার পাউন্ডে।

সপ্তাহ চারেক আগে ব্রিস্টলের নিলাম হয় যে বাড়িতে, তার লেটার বক্সে ওই চশমাটিকে পাওয়া যায়। যিনি রেখে গিয়েছিলেন, তাঁর কাকাকে খোদ মহাত্মা গান্ধী চশমাটি দিয়েছিলেন। নিলাম সংস্থা লিখল, একজন অসাধারণ মানুষ আর তাঁর অসাধারণ জিনিস। গান্ধীজি তাঁর চশমা তাদের দিতেন, যারা তাঁকে সাহায্য করতে চাইতেন অথবা যাদের দরকার ছিল।

এই ব্যক্তি কী করে পেলেন? ১৯২০-৩০ পর্যন্ত গান্ধীজি দক্ষিণ আফ্রিকায় থাকার সময় সেই ব্যক্তির কাকা এটা পান। প্রথমে ভাবা গিয়েছিল চশমার দাম ১৫ হাজার পাউন্ড উঠবে। কিন্তু দেখা গেল রেকর্ড ভেঙে নিলাম শেষ হলো ২ লক্ষ ৬০হাজার পাউন্ডে!

Previous articleসাত পাতার বিবৃতি জারি করে রবীন্দ্রনাথকেই বহিরাগত বললেন বিশ্বভারতীর উপাচার্য
Next articleসব ঠিক থাকলে ভারতে মহামারির ভ্যাকসিন ডিসেম্বরের মধ্যেই, জানালেন হর্ষবর্ধন