অভিনব উদ্যোগ: সাইকেলে শান্তিনিকেতনের আশ্রমিকদের বাড়ি ঘুরলেন বীরভূমের পুলিশ সুপার

প্রবীণ আশ্রমিকদের বাড়ি বাড়ি গিয়ে কথা বললেন বীরভূমের পুলিশ সুপার শ্যাম সিং-সহ বোলপুর ও শান্তিনিকেতনের দুই থানার অফিসার ইনচার্জ। বিশ্বভারতী পৌষমেলা মাঠে পাঁচিল নির্মাণ নিয়ে প্রবীণ আশ্রমিকদের কী প্রতিক্রিয়া? জানতে প্রথমে প্রাণীবিদ উর্মিলা গঙ্গোপাধ্যায়, রবীন্দ্র পরিবারের সদস্য সুপ্রিয় ঠাকুর-সহ বিশিষ্টদের সঙ্গে দেখা করেন শ্যাম সিং।

পুলিশ সুপারের এই উদ্যোগে আশ্রমিকরা খুশি প্রবীণ আশ্রমিকরা। আশ্রমিকদের অভিযোগ, পাঁচিল দেওয়ার ফলে তাঁদের যাতায়াতের অসুবিধা হচ্ছে।
শ্যাম সিং বলেন, এরপর যদি পাঁচিল নির্মাণের ফলে রাস্তা বন্ধ হয়ে যায়, তাহলে লোকাল থানায় অভিযোগ জানতে। কারণ, রাস্তা আটকানোর ক্ষমতা শুধু মাত্র জেলাশাসকের থাকে। বাকি কোনো দফতরের থাকে না।

Previous articleব্যতিক্রমী ভিডিও টুইট করে চমকে দিলেন প্রধানমন্ত্রী
Next articleপুলিশ দিবস: ‘যোদ্ধা’দের কোভিড মেডেল-সার্টিফিকেটের সঙ্গে ‘শহিদ’ পরিবারকে চাকরির নিয়োগপত্র