Sunday, January 18, 2026

বাঘের রেডিও কলারের ঢঙে আইপিএলে ক্রিকেটারদের গলায়, মোবাইলে, ঘড়িতে চিপ!

Date:

Share post:

এক পা এদিক ওদিক করলে আইপিএলের ম্যাচ খেলার উপর নিষেধাজ্ঞা। যেতে হবে কোয়ারেন্টাইনে, প্রয়োজনে টুর্নামেন্ট থেকে বহিষ্কার?

ঠিক তাই। আইপিএলের ভয়ঙ্কর নিয়মবিধির মাঝে থাকতে হবে খেলোয়াড় সহ আম্পায়ার, গ্রাউন্ড স্টাফ, হোটেলকর্মী, গাড়ির চালক, মাঠের কর্মী সহ টুর্নামেন্টের সঙ্গে যুক্ত সকলকেই। নিউ নর্মাল এই সময়ে আরব আমির শাহীতে জৈব বলয়ের মধ্যে থাকতে হবে। মাঠের মধ্যে যে কেউ প্রবেশ করতে পারবেন না। হোটেল থেকে বাস, ড্রেসিংরুম থেকে খেলার মাঠ কোথাও মাপা পদক্ষেপের বাইরে পা ফেলা যাবে না।

আর এই কারণেই প্রত্যেকটি ক্রিকেটার, টুর্নামেন্টের সঙ্গে জড়িত সমস্ত কর্মীদের চিপ দেওয়া হবে। এই চিপ গলায় ঝোলানো যাবে অথবা মোবাইল বা ঘড়িতে রাখা যাবে। অর্থাৎ এই চিপের সাহায্যে জানা যাবে ক্রিকেটাররা কোথায় যাচ্ছেন। সুরক্ষার বলয়ের বাইরে গেলে বা অজানা মানুষের সঙ্গে দেখা করলেই কোয়ারেন্টাইন। অর্থাৎ টানা দু’মাস কার্যত বনবাসে কাটাতে হবে ক্রিকেটারদের। ইতিমধ্যে হোটেলকর্মী, মাঠের কর্মী ও পরিবহন কর্মীদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এই চিপকে ইতিমধ্য অনেকে সুন্দরবনের বাঘের গলায় এক পা এদিক ওদিক করলে আইপিএলের ম্যাচ খেলার উপর নিষেধাজ্ঞা, যেতে হবে কোয়ারেন্টাইনে, প্রয়োজনে টুর্নামেন্ট থেকে বহিষ্কার?

ঠিক তাই। আইপিএলের ভয়ঙ্কর নিয়মবিধির মাঝে থাকতে হবে খেলোয়াড় সহ আম্পায়ার, গ্রাউন্ড স্টাফ, হোটেলকর্মী, গাড়ির চালক, মাঠের কর্মী সহ টুর্নামেন্টের সঙ্গে যুক্ত সকলকে। নিউ নর্মাল এই সময়ে আরব আমির শাহীতে জৈব বলয়ের মধ্যে থাকতে হবে। মাঠের মধ্যে যে কেউ প্রবেশ করতে পারবেন না। হোটেল থেকে বাস, ড্রেসিংরুম থেকে খেলার মাঠ কোথাও মাপা পদক্ষেপের বাইরে পা ফেলা যাবে না।

আর এই কারণেই প্রত্যেকটি ক্রিকেটার, টুর্নামেন্টের সঙ্গে জড়িত সমস্ত কর্মীদের চিপ দেওয়া হবে। এই চিপ গলায় ঝোলানো যাবে অথবা মোবাইল বা ঘড়িতে রাখা যাবে। অর্থাৎ এই চিপের সাহায্যে জানা যাবে ক্রিকেটাররা কোথায় যাচ্ছেন। সুরক্ষার বলয়ের বাইরে গেলে, বা অজানা মানুষের সঙ্গে দেখা করলেই কোয়ারেন্টইন বা ম্যাচ থেকে সরিয়ে দেওয়া হবে। অনেকেই এই চিপকে রেডিও কলার পরানো বাঘের সঙ্গে তুলনা করছেন!

spot_img

Related articles

বলছে ঝুট, করছে লুট: সিঙ্গুরে প্রধানমন্ত্রীর মিথ্যার জমিদারিতে বিস্ফোরক কুণাল

বাংলার মাটিতে দাঁড়িয়ে বাংলার মানুষের প্রাপ্য দিতে কোনওদিন শোনা যায়নি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। গোল গোল প্রত্যাশা তৈরি করে...

ছ’মাসের বিরতি! কবে টিম ইন্ডিয়ার জার্সিতে ফিরবেন রো-কো জুটি?

রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচ খেলতে নেমেছে ভারত। এরপর শুরু হবে টি২০ ক্রিকেটের রমরমা। প্রথমে নিউজিল্যান্ডের বিরুদ্ধে...

এভাবে অভ্যর্থনা! মোদির মঞ্চে বাজল সেবাশ্রয়ের গান!

বাংলায় যেভাবে সংগঠন করতে ব্যর্থ বিজেপি তারই প্রতিচ্ছবি স্পষ্ট হয়ে গেল নরেন্দ্র মোদির সিঙ্গুরের সভা মঞ্চে। দলের নেতা...

পাল্টাবেন আপনি: মোদির ‘পাল্টানো দরকার’ স্লোগানের পাল্টা হুংকার অভিষেকের

বাংলায় ক্ষমতা দখলে মরিয়া বিজেপির নরেন্দ্র মোদি সরকার। সেই লক্ষ্যে যেন তেন প্রকারে জমি দখলে মরিয়া এবার প্রধানমন্ত্রী...