আর্থিক সাহায্য বন্ধের জের, ট্রাম্প প্রশাসনকে চ্যালেঞ্জের প্রস্তুতি টিকটকের

বাইটড্যান্সকে সবরকম আর্থিক লেনদেন বন্ধ করার কথা ঘোষণা করেছে আমেরিকা। এবার ট্রাম্প প্রশাসনকে আইনি চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে টিকটক।

৬ অগাস্ট এক্সিকিউটিভ অর্ডার প্রকাশ করে আমেরিকা। এখনও পর্যন্ত বাইটড্যান্সের সঙ্গে যা যা আর্থিক লেনদেন হয়েছে সেই তালিকা পেশ করতে বলা হয়। ৪৫ দিনের মধ্যে বাইটড্যান্সের সঙ্গে আর্থিক লেনদেন বন্ধ করার কথাও বলা হয়েছে। বাইটড্যান্সে লেনদেনকারীদের তালিকা চেয়ে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে সেক্রেটারি অফ কমার্সকে।

ইমার্জেন্সি ইকোনোমিক পাওয়ার্স আইনের থেকে বঞ্চিত করা হচ্ছে। এই যুক্তি টিকটক দেখাতে পারে বলে সূত্রের খবর। মার্কিন সেনাবাহিনী, অভ্যন্তরীণ নিরাপত্তা দফতর ও পরিবহন নিরাপত্তার জন্য টিকটককে নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। মার্কিন প্রশাসন জানিয়েছে, নাগরিকদের তথ্য, ব্যবসা, বাণিজ্য ও তথ্যপ্রযুক্তির সুরক্ষার জন্যই বাইটড্যান্সের সঙ্গে সব সম্পর্ক মেটানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Previous articleআদিবাসী মহিলাকে গণধর্ষণে অভিযুক্ত ৫, গ্রেফতার ২
Next articleনেতৃত্বে কে? চাপে পড়ে অবশেষে কাল বৈঠকে বসছে কংগ্রেস ওয়ার্কিং কমিটি