ভেজাল কিটস, ‘পিএম কেয়ারস ফান্ড’ নিয়ে নাম না করে কেন্দ্রকে খোঁচা মুখ্যমন্ত্রীর

মহামারি পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর তৈরি পিএম কেয়ারস ফান্ড নিয়ে কটাক্ষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মাস্ক কেনা এবং ফান্ডে কত টাকা জমা পড়েছে, তার হিসাব দেওয়ার কথাও এদিন নবান্নে প্রশাসনিক বৈঠকে তিনি বলেছেন।

মুখ্যমন্ত্রী বলেছেন, ‘সরকার কত মাস্ক কিনেছে, তাই নিয়েও অনেকে প্রশ্ন করছেন। আমি তো প্রশ্ন করব ‘টেক কেয়ারে’ কত টাকা জমা পড়েছে, সেই হিসাবটা দিন। পশ্চিমবঙ্গ সরকার কোথা থেকে মাস্ক কিনেছে, সেই নিয়ে প্রশ্ন করার আগে এটার উত্তর দাও, এইসব ভেজাল কিটস তোমরা কোথা থেকে কিনেছিলে?’

প্রসঙ্গত, রাজ্যে মহামারি পরিস্থিতি শুরুর দিকে কেন্দ্রীয় সরকারের পাঠানো কোভিড পরীক্ষার কিট গুলি কাজ করেনি। তারপরেই তা ফিরিয়ে নেয় ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ বা আইসিএমআর।

Previous articleমেজর ধ্যানচাঁদকে ভারতরত্ন দেওয়ার দাবিতে ফের সরব প্রাক্তন থেকে বর্তমানরা
Next article৭ ঘন্টার বৈঠকে নিট ফল জিরো, সোনিয়াই দায়িত্বে থেকে উত্তরসূরী বাছবেন