গর্ভবতী মহিলার ফ্যালোপিয়ান টিউবে করোনার আক্রমণ! হল গর্ভপাত

গর্ভবতী মহিলার ফ্যালোপিয়ান টিউবে করোনার আক্রমণ। আর তার জেরে ঘটল মর্মান্তিক ঘটনা।
গর্ভপাত হল মহিলার। চিকিৎসকরা বুঝতে পেরেছেন ফ্যালোপিয়ান টিউব ও প্ল্যাসেন্টা হয়ে এই করোনা সংক্রমণ ভ্রূণ অবধি পৌঁছে গিয়েছিল৷ আর ওই করণেই ঘটে গর্ভপাত। এই ঘটনাটি মুম্বইয়ের। চিকিৎসকরা জানিয়েছেন, করোনা সংক্রমণের নিরিখে এটা গর্ভপাতের প্রথম কেস৷

এই বিষয়ে কান্দিভালির ESIS হাসপাতালে -র সঙ্গে যৌথ পরীক্ষা চালিয়েছিল রিসার্চ ইন রিপ্রোডাক্টিভ হেলথ৷ রিসার্চের ফল বলছে, করোনা সংক্রমণের দু সপ্তাহ বাদেও টিস্যুতে করোনা বেঁচে ছিল৷ এইভাবে শরীরের মধ্যে ধীরে ধীরে বিস্তার করেই চলেছিল৷ আর তারপরেই গর্ভে প্রভাব পড়ে৷

জানা গিয়েছে, ওই মহিলা গর্ভবতী হওয়ার পর করোনা পরীক্ষা করান৷ তখন তিনি ২ সপ্তাহের গর্ভবতী ছিলেন৷ তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে৷ এরপর ১৩ সপ্তাহের গর্ভবতী অবস্থায় তিনি করোনা পরীক্ষা করালে রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু আল্ট্রাসাউন্ড-এ ধরা পড়ে গর্ভস্থ সন্তান মৃত৷

 

Previous articleকংগ্রেসের অন্দরে বিজেপির- এজেন্ট কারা! কণাদ দাশগুপ্তর কলম
Next articleমেজর ধ্যানচাঁদকে ভারতরত্ন দেওয়ার দাবিতে ফের সরব প্রাক্তন থেকে বর্তমানরা