একদিনে তিন আদিবাসীর মৃত্যু বীরভূমে

তিন আদিবাসীর মৃতদেহ উদ্ধার বীরভূমে। জেলার মহম্মদ বাজার থানার সেওরাকুড়ি এবং সিউড়ি ২ নং ব্লকের পারুই থানার ইমাদপুর গ্রামে। মৃতদেহগুলি উদ্ধার করে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ সূত্রে খবর, ৬০ নম্বর জাতীয় সড়ক লাগোয়া মহম্মদ বাজার থানার সেওরাকুড়ি থেকে রক্তাক্ত অবস্থায় প্রথম মৃতদেহটি উদ্ধার করা হয়। মোলবাগান এলাকার বাসিন্দা পেশায় দিনমজুর ওই ব্যক্তির নাম সমর হাঁসদা। পরিবারের অভিযোগ ৩৫ বছরের সমরকে খুন করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

অন্যদিকে সিউড়ি ২ নং ব্লকের পারুই থানার ইমাদপুরে দুই আদিবাসী যুবকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রের খবর, গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে ওই দুই যুবকের। ৩৫ বছর বয়সী মিলন হেমরম এবং ২৫ বছর বয়সী রতন সরেন রক্তাক্ত অবস্থায় ইমাদপুর থেকে উদ্ধার করা হয়। পরিবার সূত্রে খবর, ইমাদপুর আত্মীয় বাড়ি বেড়াতে গিয়েছিলেন তাঁরা। ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।

Previous articleড্রোনের মাধ্যমে ভারতে বিস্ফোরণের ছক পাকিস্তানের! তথ্য ফাঁস গোয়েন্দাদের
Next articleঅরিজিতের পর ভাইজানের রোষের মুখে আমাল?