রাজ্যের NEET পরীক্ষার্থী ৭৭,০৬১ জন, JEE-তে ৩৭,৯৭৩

ন্যাশনাল টেস্টিং এজেন্সি মঙ্গলবারই জানিয়েছে, JEE বা NEET পরীক্ষা সেপ্টেম্বর মাসের নির্ধারিত দিনেই হবে৷

এবার দেশের প্রতিটি রাজ্য থেকে ঠিক কতজন করে পরীক্ষার্থী সেপ্টেম্বরের JEE বা NEET পরীক্ষায় বসছে
তার বিস্তারিত তথ্য প্রকাশ করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি।

◾ন্যাশনাল টেস্টিং এজেন্সিও দেওয়া তথ্য অনুযায়ী এ বছর বাংলা থেকে NEET বা সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা দিচ্ছেন ৭৭০৬১ জন পরীক্ষার্থী ৷

◾গত বছরের তুলনায় এ বছর পরীক্ষার্থীর সংখ্যা
প্রায় ১০ হাজার বেশি।

◾গত বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৬৭৭৭৬।

◾এ রাজ্যে মোট ১৮৯টি পরীক্ষা কেন্দ্রে NEET নেওয়া হবে।

◾এ বার JEE (MAIN) পরীক্ষা দিচ্ছেন ৩৭,৯৭৩ জন পরীক্ষার্থী ৷

◾গতবারের তুলনায় ২০০০ বেশি।

◾মোট ১৫ টি পরীক্ষার কেন্দ্রে JEE (MAIN) প্রবেশিকা নেওয়া হবে।

◾সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিং- প্রবেশিকা অনলাইনে নেওয়া হয়।

◾মহামারি আবহের কথা মাথায় রেখে এবং পরীক্ষার্থীরা যাতে সামাজিক দূরত্ব বিধি বজায় রাখতে পারেন,
সে জন্য প্রতিদিনে ১২ ধাপে পরীক্ষা নেওয়া হবে।

◾JEE (MAIN) পরীক্ষা দেওয়ার সময় যাতে এক একটি পর্যায় অতিরিক্ত ছাত্র-ছাত্রী না আসে তার জন্য প্রত্যেক শিফটে পরীক্ষার্থীর সংখ্যা কমানো হয়েছে।

◾গতবছর অনলাইনের মাধ্যমে পরীক্ষা নেওয়া হয়েছিল ৮টি ধাপে।

◾মহামারি পরিস্থিতিতে দুই প্রবেশিকা পরীক্ষার পরীক্ষাকেন্দ্রের সংখ্যা গতবারের তুলনায় বাড়ানো হয়েছে।

◾ JEE (MAIN)- এ পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ৫৭০ থেকে বাড়িয়ে ৬৬০ করা হয়েছে৷

◾ NEET-এ পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ২,৫৪৬টি থেকে বাড়িয়ে করা হয়েছে ৩৮৪৩টি৷

◾এবছর JEE (MAIN) নেওয়া হবে ১ সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত।

◾ NEET নেওয়া হবে ১৩ সেপ্টেম্বর।

Previous articleমধ্যমণি মমতার সিদ্ধান্তেই সীলমোহর বাকিদের
Next articleNEET, JEE স্থগিত করার দাবি, বাড়ি থেকেই অনশনে বসবেন ৪,২০০ পড়ুয়া !