Friday, August 22, 2025

পরিবারের সদস্য খুন হওয়াতেই আইপিএল ছেড়ে দেশে ফিরেছেন রায়না

Date:

Share post:

খেলবেন না আইপিএল। দেশে ফিরলেন চেন্নাই সুপার কিংসের তারকা ক্রিকেটার সুরেশ রায়না। আইপিএল না খেলার সিদ্ধান্ত নিয়ে সংযুক্ত আরব আমিরশাহি থেকে দেশে ফিরে এলেন রায়না। আইপিএলের আসর ছেড়ে দেশে ফেরার খবর চাউর হতেই ক্রিকেট মহলে জল্পনা ছিল, ঠিক কী কারণে তিনি না খেলার সিদ্ধান্ত নিলেন।

কেন রায়না টুর্নামেন্টে নেই? তা নিয়ে ফ্র্যাঞ্চাইজির তরফে প্রথমে স্পষ্ট কিছু জানানো হয়নি। স্রেফ বলা হয়েছিল, ব্যক্তিগত কারণের জন্য দেশে ফিরতে হয়েছে রায়নাকে। সিএসকের পক্ষ থেকে সিইও কাসি বিশ্বনাথন সোশ্যাল মিডিয়ায় রায়নার দেশে ফেরার কথাটুকুই শুধু জানিয়েছিলেন।

এবার সামনে এলো প্রকৃত তথ্য। সূত্রের খবর, পঞ্জাবে রায়নার পিসেমশাই থাকতেন। তিনি নৃশংস ভাবে খুন হয়েছেন। এই পিশেমশাইকে নিজের বাবার মতোই ভালবাসতেন সুরেশ রায়না। তাই এমন একটা খবরে খুব স্বাভাবিক ভাবেই ভেঙে পড়েছেন তিনি।

রায়নার পরিবারের সদস্যরাও এই ঘটনায় মানসিক ভাবে বিপর্যস্ত। তাই এই কঠিন সময় পরিবারে পাশে থাকতেই দেশে আইপিএলের আসর ছেড়ে দেশে ফিরেছেন তিনি। তাঁর দুবাই ফিরে দলের সঙ্গে যোগ দেওয়ার আর সম্ভাবনা নেই বলেও জানা যাচ্ছে।

কারণ, এবার দুবাইতে গেলে সেখানকার সরকারি স্বাস্থ্যবিধি মেনে রায়নাকে বাধ্যতামূলকভাবে সাতদিন কোয়ারেন্টাইনে কাটাতে হবে। পাঁচবার করোনা টেস্ট হবে। ফলে টুর্নামেন্ট ততদিনে অনেকটাই এগিয়ে যাবে। তা ছাড়া চেন্নাই টিম ম্যানেজমেন্ট মনে করছে, পিসেমশাইয়ের খুন হওয়ার ঘটনায় রায়না মানসিকভাবে ভেঙে পড়েছেন। সেই পরিস্থিতিতে মাঠে নেমে খেলাটা কঠিন।

প্রসঙ্গত, একের পর এক বিপর্যয়ে চেন্নাই শিবির কঠিন সমস্যায়। একের পর ক্রিকেটার, সাপোর্ট স্টাফ-সহ এখনও প্রায় ১০ জন করোনা আক্রান্ত। এরই মধ্যে দলের নির্ভরযোগ্য ক্রিকেটার সুরেশ রায়না টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ায় গভীর সংকটে চেন্নাই কিংসরা।

spot_img

Related articles

আইনি জটিলতা কাটিয়ে স্নাতকের মেধাতালিকা প্রকাশ, শুরু হচ্ছে ভর্তি: জানালেন শিক্ষামন্ত্রী

আইনি জটিলতা কাটিয়ে স্নাতকস্তরে প্রকাশিত হল অনলাইনে পোর্টালে ভর্তির ফলাফল। শুক্রবার ফল (Result) প্রকাশের সঙ্গে সঙ্গেই ভর্তি প্রক্রিয়া...

কিছু হাই কোর্টের বিচারপতির কর্তব্যবোধ কম পড়ছে: মত সুপ্রিম কোর্টের বিচারপতির

একাধিক হাই কোর্টের বিচারপতিদের স্বরূপ বাংলায় অনেক আগেই খুলে গিয়েছে, যখন হাই কোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে...

মোদিজি আসুন বাংলার উন্নয়ন দেখে যান: কটাক্ষ চন্দ্রিমার

“ছাব্বিশের নির্বাচনের আগে আবার আসতে শুরু করেছেন। এবার থেমে থাকুন দাদা।“ নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া...

স্বপ্নভঙ্গ নয়, মুক্তির লড়াই: জাতীয় স্তরের রেফারি হলেন গোপীবল্লভপুরের মনি খিলাড়ি

এ গল্প কোনো স্বপ্নভঙ্গের নয়, বরং শৃঙ্খল ভাঙার গল্প। কনকনে শীতের রাতে বাড়ি থেকে পালিয়ে নিজের বিয়ে ভেঙে...