দেবের এলাকায় বিজেপিতে বড়সড় ভাঙন, কয়েকশো কর্মী যোগ দিলেন তৃণমূলে

একুশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ক্রমশ নিজেদের ঘর গুছিয়ে শক্তি বাড়াচ্ছে শাসক দলতৃণমূল কংগ্রেস। পাহাড় থেকে জঙ্গল, সাগর থেকে শহর, মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে সাড়া দিয়ে বিজেপি ও বিরোধী শিবির ছেড়ে ঘাসফুল যোগদান অব্যাহত। তারই অঙ্গ হিসেবে এবার পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে পদ্ম শিবিরে ফের বড়সড় ভাঙন। আজ, একাধিক নেতা-সহ শতাধিক কর্মী গেরুয়া ছেড়ে ঘাসফুল শিবিরে যোগ দিলেন। বিজেপি ছেড়ে আসা সমস্ত নেতা-কর্মীদের উত্তরীয় দিয়ে বরণ করে হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতি ও ঘাটালের বিধায়ক শংকর দোলুই।

প্রসঙ্গত, ঘাটালে তৃণমূলের সাংসদ অভিনেতা দেব। ২০১৪ ও ‘১৯-এর লোকসভা নির্বাচনে এই অঞ্চল থেকে জোরাফুল প্রতীকে টানা দু’বার জিতেছেন দেব। সিনেমার পর্দার মতই নিজের সংসদীয় এলাকাতে একজন জন প্রতিনিধি হিসেবে খুব জনপ্রিয় দেব। কিন্তু তা সত্ত্বেও গত লোকসভা নির্বাচনে ঘাটাল কেন্দ্রে নজিরবিহীনভাবে ভোট শতাংশ বাড়াতে পেরেছিল বিজেপি। দেব এই কেন্দ্র থেকে দাঁড়িয়ে জয়ী হলেও ২ শতাংশ ভোট কমে তৃণমূলের। তাঁর বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন বিজেপির প্রার্থী ছিলেন প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ। হেরে গেলও এই কেন্দ্রে গেরুয়া ঝড় তুলে ছিলেন ভারতীদেবী।

কিন্তু একুশের বিধানসভা ভোটের আগে সেই ঘাটালেই বিজেপির ভাঙন গেরুয়া শিবিরের জন্য অশনি সংকেত বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন- দুর্যোগ মোকাবিলায় আঞ্চলিক সক্ষমতা অর্জনে গুরুত্ব দিলেন হাসিনা

Previous articleকীভাবে পাবেন বিবেকানন্দ স্কলারশিপ?
Next articleবেলপাহাড়িতে মাওবাদী খপ্পরে পড়ার অভিযোগ ‘সাজানো’, জানালেন মমতা