কলকাতা পুলিশের ৮০% সিসি ক্যামেরা বিকল, আটকে যাচ্ছে তদন্ত

মে মাসে আমফানের ঝড়ের পর থেকেই কলকাতায় পুলিশের ৮০ শতাংশ সিসি টিভি ক্যামেরা খারাপ হয়ে আছে৷ বিকল সিসি ক্যামেরা বিকল থাকায় আটকে যাচ্ছে তদন্ত। সাম্প্রতিক রুবিকাণ্ডে ঘটনাস্থলের ক্যামেরাটিও খারাপ ছিল। ফলে ঘটনার তদন্তে নেমে পুলিস সিসি ক্যামেরার ছবি থেকে অভিষেকের গাড়ির নম্বর জোগাড় করতে পারেনি। আমফানের জেরে শহরের সিসি টিভি ক্যামেরা খারাপ থাকায় অপরাধের কিনারা করতে যথেষ্ট সমস্যায় পড়ছে পুলিশ৷

লালবাজারের এক সূত্র জানিয়েছে, রুবিকাণ্ডের পলাতক অভিযুক্ত অভিষেক পান্ডেকে গ্রেপ্তার করতে বাড়তি সময় লেগেছে কলকাতা পুলিসের। কারন, ওই এলাকার সিসি ক্যামেরা খারাপ থাকায় অভিষেকের হন্ডা সিটি গাড়ির নম্বর পায়নি পুলিস। ফলে, অন্যভাবে তদন্ত করতে হয়েছে পুলিশকে। এতে বাড়তি সময় লেগেছে। চলতি বছরের ২০ মে আমফান ঝড় কলকাতায় আছড়ে পড়ে। এতেই কলকাতা পুলিসের ৮০ শতাংশ সিসি টিভি ক্যামেরা খারাপ হয়ে যায়। তারপর পর ৪ মাস কেটে গিয়েছে। এখনও ক্যামেরাগুলি ঠিক করে উঠতে পারেনি লালবাজার।

আরও পড়ুন- ১৪ সেপ্টেম্বর থেকে চলবে ইস্ট-ওয়েস্ট মেট্রোও

Previous articleভোট আসছে, বুথ-স্তরের কমিটি তৈরির নির্দেশ সিপিএমের
Next articleরবিবারের NEET পরীক্ষা সুরক্ষিত ও নিশ্চিত করতে রাজ্যের একাধিক পদক্ষেপ