হেমতাবাদের বামত্যাগী বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায় মৃত্যু মামলায় চার্জশিট পেশ করল CID. ধৃতদের হেফাজতে নিয়ে তদন্ত করার পর উত্তর দিনাজপুরের রায়গঞ্জ আদালতে দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যু মামলায় চার্জশিট দাখিল করেন তদন্তকারী আধিকারিকরা।

প্রয়াত দেবেন্দ্রনাথ রায়ের পকেট থেকে পাওয়া আত্মহত্যার জন্য দায়ী করা হয় বেশ কয়েকজনকে। কিন্তু চার্জশিটে স্পষ্ট উল্লেখ, বিধায়কের মৃত্যু কোনও খুনের ঘটনা নয়, আত্মহত্যাই। সুতরাং, এই ঘটনায় স্পষ্ট হয়ে গেল তাঁর মৃত্যুর পিছনে কোনও রাজনৈতিক ষড়যন্ত্র নেই। একান্তই ব্যক্তিগত ব্যবসায়িক কারণে তিনি আর্থিক সমস্যায় জর্জরিত হয়ে
এবং মানসিক অবসাদগ্রস্ত হয়েই আত্মহত্যা করেছেন। তদন্তে তেমনটাই উঠে এসেছে।

CID সূত্রে জানা গেছে, ওই মামলায় ধৃত নিলয় সিনহা, মাবুদ আলির বিরুদ্ধে খুনের মামলার পরিবর্তে আত্মহত্যায় প্ররোচোনা, প্রতারণা-সহ সম্মিলিত প্ররোচনার মামলার ধারা লঘু করেই আদালতে চার্জশিট দাখিল করেছে CID.

অভিযুক্ত দুই ব্যক্তির বিরুদ্ধে আইপিসি ৩০৬/৪২০/১২০বি ধারায় মামলা শুরু করেছে CID.

আরও পড়ুন : Breaking: সত্যজিৎ খুনে মুকুলের বিরুদ্ধে কী কী তথ্য পুলিশের হাতে, অথচ চার্জশিটে বাদ!
