ভাইরাস বড় বালাই। সেই কারণেই সংসদের অধিবেশনে বসে বলার নির্দেশ সাংসদদের। এই প্রথমবার সাংসদরা বসে বলার অনুমতি পেলেন। এর আগে একমাত্র শারীরিক অসুস্থতা থাকলেই এই অনুমতি দেওয়া হত। এছাড়াও ৬৮ বছরে প্রথম অনেক ছবি দেখা যাচ্ছে সংসদের অধিবেশনে। পাশাপাশি বসা দুই সাংসদের মাঝে লাগানো হয়েছে পলিকার্বন শিট।

• প্রত্যেক সংসদের দুপাশের দুটি আসন খালি রাখা হয়েছে।
• এই দূরত্বের ফলে লোকসভার অর্ধেক সাংসদ অধিবেশন কক্ষে রয়েছেন।
• বাকিরা গ্যালারিতে বসেছেন।
• লোকসভা এবং রাজ্যসভার অধিবেশন কক্ষ এবং গ্যালারি মিলিয়ে সাংসদদের বসার রয়েছে।
• লাগানো হয়েছে জায়েন্ট স্ক্রিন।
• সকলের করোনা পরীক্ষা হয়েছে।
• ঢোকার মুখে সবার হাত স্যানিটাইজ করা হয়েছে।
• প্রথমদিন লোকসভার অধিবেশন আগে বসেছে।
• প্রথম দিন বাদে অন্যান্য দিনগুলোয় প্রথমার্ধে সকাল ন’টা থেকে দুপুর একটা পর্যন্ত চলবে রাজ্যসভা
• দ্বিতীয়ার্ধে বিকেল চারটে থেকে সাতটা পর্যন্ত চলবে লোকসভা
• ৪ ঘণ্টা ধরে অধিবেশন হবে।

এদিন অধিবেশনের শুরুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, যতদিন না টিকা আসছে, সুরক্ষা বিধি থেকে সরে আসা যাবে না। বিশেষ পরিস্থিতিতে বাদল অধিবেশন বসছে। সংসদ এই পরিস্থিতির মধ্যে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন।

আরও পড়ুন-বিধি মেনে ৬ মাস পরে শুরু লোকসভার অধিবেশন
