Wednesday, November 5, 2025

টাকাভর্তি ব্যাগ ফেরালেন বনগাঁর দুই যুবক

Date:

Share post:

বর্তমান সময়ে যেখানে নানান ছলনা করে ছিনতাই করা হয়, সেই সময় দাঁড়িয়ে চাকার ব্যাগ ফেরালেন বনগাঁর দুই যুবক। পেশায় তাঁদের একজন চায়ের দোকানি ও অন্যজন ট্রাক চালক। কয়েকঘণ্টার মধ্যে হারানো ব্যাগ এভাবে ফেরৎ পেয়ে যাবেন, ভাবতেও পারেননি পেশায় ব্যবসায়ী, পেশায় ওষুধ ব্যবসায়ী সন্তু বিশ্বাস।
শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার ত্রিকোণ পার্ক এলাকায়। সন্তু বাবু মূলত বনগাঁ, বাগদা সহ আশেপাশের বিভিন্ন অঞ্চলের বাজারগুলিতে ডিস্ট্রিবিউটরের অধীনে তিনি ওষুধপত্র সরবরাহের কাজ করেন৷ শনিবার দুপুরে বাগদা থেকে ওষুধের টাকা সংগ্রহ করে বাইকে চেপে তিনি ফিরছিলেন তাঁর সুভাষপল্লির বাড়িতে। ব্যাগের মধ্যে ছিল নগদ প্রায় ২০ থেকে ২৫ হাজার টাকা ও অত্যন্ত প্রয়োজনীয় সারা বছরের ওষুধপত্রের বিল। বাড়িতে ফিরে সন্তুবাবু বুঝতে পারেন, টাকাভর্তি ব্যাগটা রাস্তাতেই কোথাও পড়ে গিয়েছে। অগত্যা যে রাস্তা দিয়ে ফিরেছেন, সেখানেই খোঁজাখুঁজি করতে শুরু করেন তিনি। ব্যাগ না পেয়ে থানার দ্বারস্থ হওয়ার কথা ভাবেন তিনি।

আরও পড়ুন- মোদির রাজত্বকালে আর ভারত-পাক ক্রিকেট হবে না: শাহিদ আফ্রিদি

এমত অবস্থায় তাঁর কাছে একটি ফোন আসে। ফোনটি করেছিলেন ত্রিকোণ পার্ক এলাকাযর এক চায়ের দোকানের মালিক রামপ্রসাদ সাহা। ফোন পেয়েই তড়িঘড়ি সেখানে ছোটেন সন্তুবাবু। টাকাভরতি ব্যাগটি ফেরত পেয়ে তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সন্তু বিশ্বাস। দুই যুবককে জড়িয়ে ধরেন তিনি।

এই ব্যাগ উদ্ধারে রামপ্রসাদের সহযোগী ছিলেন ট্রাক চালক সুরাবউদ্দিন মণ্ডল। তাঁরা জানিয়েছেন, ব্যাগটি পড়ে থাকতে দেখে মালিকের খোঁজখবর শুরু করেন তাঁরা। উপায় না পেয়ে ব্যাগটি খুলে দেখেন তাঁরা। সেখান থেকেই সন্তুবাবুর নম্বর নিয়ে ফোন করা হয়।

ছোট্ট চায়ের দোকানি রামপ্রসাদ সাহা ও গাড়ি চালক সুরাবউদ্দিন হারানো ব্যাগভর্তি টাকা ফিরিয়ে দেওয়ার ঘটনায় অভিভূত বনগাঁর মানুষ।

আরও পড়ুন- কৃষিবিল নিয়ে ডেরেকের ভূমিকার ভূয়সী প্রশংসায় অকালি দল

spot_img

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...