বাড়িতেই মেডিকেল ট্রিটমেন্ট চলছে মনিকা মোরের, জানালেন চিকিৎসকরা

গত মাসের শেষের দিকে দুটি হাত প্রতিস্থাপিত হয়েছে বছর ২৪-র মনিকা মোরের। মুম্বই থেকে এক ব্রেন ডেথ হওয়া যুবকের দুটি হাত প্রতিস্থাপিত হয়েছে তাঁর শরীরে। চেন্নাই থেকে বিমানে হাতদুটি আনার পরে, মুম্বইয়ের গ্লোবাল হাসপাতালের পরামর্শক প্লাস্টিক এবং পুনর্গঠনকারী মাইক্রোসার্জন, ডঃ নীলেশ সাতভাইয়ের নেতৃত্বে ২০ জনের একটি দল অস্ত্রোপচার করে। ৪ সপ্তাহ পর হাসপাতালে ভর্তি থাকার পর গত শনিবার বাড়ি ফিরেছেন কুর্লার বাসিন্দা।
চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত মনিকার খাওয়া দাওয়া যথেষ্ট কন্ট্রোলে রাখতে হচ্ছে। যতদিন পর্যন্ত তাঁর শরীর এই প্রতিস্থাপিত হাতগুলির সঙ্গে মানিয়ে না নিতে পারে। নিয়মিত ফিজিওথেরাপি চলছে তাঁর। চিকিৎসকরা আরও জানিয়েছেন, আপাতত মনিকার স্বাস্থ্যের কথা ভেবে তাঁকে বাড়ি থেকে বেরোতে বারণ করা হয়েছে। তবে মাঝে মধ্যে হাসপাতালে আসতে হবে রুটিন ভিজিটের জন্য।
ডাঃ সাতভাই আরও জানিয়েছিলেন, “মনিকার হাত এবং আঙ্গুলের চলাচল ৩-৪ মাস পরে শুরু হবে বলে আশা করা হচ্ছে। বাহুর পেশী টিস্যু এবং হাড়গুলি ততদিনে সুস্থ হয়ে উঠবে। হাত সম্পূর্ণ ঠিক হতে এখনও এক থেকে দেড় বছর লাগবে। তবে, একবার তার হাতের চলাচল এবং অনুশীলন এবং ফিজিওথেরাপির সাহায্যে তিনি শীঘ্রই আরও স্বাবলম্বী হয়ে উঠবেন।”

আরও পড়ুন : ২০ কোটি টিকা বানাচ্ছে সেরাম, ভ্যাকসিনের সর্বোচ্চ দাম জানালো সংস্থা

২০১৪ সালে মুম্বাইয়ের ঘাটকোপারের একটি ট্রেন দুর্ঘটনায় নিজের দুই হাত খুইয়েছিলেন মনিকা। মনিকার পরিবার সূত্রে খবর, অঙ্গদানের ব্যাপারটি দুবছর আগেও হতে পারত। কিন্তু শেষ মূহুর্তে বেঁকে বসেন সেই অঙ্গদাতার পরিবার। তবে চেন্নাইয়ের এই যুবকের পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মনিকা ও তাঁর পরিবার। মনিকা জানিয়েছেন, তাঁর হাত প্রতিস্থাপন হবে, এটা তাঁর বাবার স্বপ্ন ছিল। বাবা মারা গিয়েছেন দেড় বছর আগে। তবে বাবার স্বপ্ন যে সফল হয়েছে, তাতেই খুশি তিনি।
চিকিৎসকরা জানিয়েছেন, মনিকার হাত প্রতিস্থাপনে খরচ হয়েছে মোট ৩৬ লক্ষ টাকা। মনিকাদের একার পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব ছিল না। তাঁকে সাহায্য করতে এগিয়ে এসেছেন বহু মানুষ। পাশে দাঁড়িয়েছে হাসপাতালও। প্রতি মাসে মনিকার চিকিৎসা বাবদ খরচ হবে ২০,০০০ টাকা করে। তাই এখনও সাহায্যের প্রয়োজন রয়েছে। পাশাপাশি, তাঁরা আরও জানিয়েছেন, মনিকার অস্ত্রোপচারের খবর সামনে আসার পর থেকেই তাঁদের কাছে এই ধরণের আরও প্রতিস্থাপনের আবেদন আসছে।

Previous articleআদালতের মর্যাদা ক্ষুন্ন করা যাবে না, বিশ্বভারতী মামলায় নির্দেশ প্রধান বিচারপতির
Next articleএটিএমের ভিতর থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার ১