স্থলপথ খুলে দিতে ভারতকে অনুরোধ বাংলাদেশের

খায়রুল আলম, ঢাকা

অতিমারির কারণে বন্ধ থাকা দুই দেশের সীমান্ত এলাকার স্থলবন্দর খুলে দিতে ভারতের প্রতি অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার।

বুধবার ঢাকায় ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলী বিদায়ী সাক্ষাতে গেলে তার মাধ্যমে এ অনুরোধ জানান বাংলাদেশের বিদেশমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, “এতে দু’দেশের নাগরিকরা সড়কপথে সহজে যাতায়াত করতে পারবে।”

করোনাভাইরাস মহামারীর কারণে গত মাস ধরে ভারতে যাতায়াতে স্থলপথ বন্ধ রয়েছে। পররাষ্ট্রমন্ত্রী মোমেন মুজিবনগরে ভারত-বাংলাদেশ সীমান্তে প্রায় ২ কিলোমিটার স্বাধীনতা সড়ক উন্মুক্ত করতেও ভারতের প্রতি অনুরোধ জানান।

তিনি বলেন, “স্বাধীনতা সড়ক উন্মুক্ত করা হলে ভারতের পর্যটকরা সহজে ঐতিহাসিক মুজিবনগর পরিদর্শন করতে পারবে।”ভারতীয় ‘লাইন অব ক্রেডিটের’ আওতায় নির্মিতব্য বিভিন্ন প্রকল্প সময়মত সম্পন্ন করার উপর গুরুত্বও দেন মন্ত্রী।

আরও পড়ুন- যারা আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলে, তারা সবচেয়ে বড় গুন্ডা: মমতা

Previous articleধর্ষণের মামলায় আজ ভারসোভা থানায় তলব অনুরাগ কাশ্যপকে
Next articleব্রেকফাস্ট নিউজ