Sunday, November 9, 2025

লকডাউনে বাতিল টিকিটের টাকা ফেরত দিতে হবে বিমান সংস্থাগুলিকে : সুপ্রিম কোর্ট

Date:

Share post:

লকডাউনে বাতিল টিকিটের টাকা যাত্রীদের ফেরত দিতে হবে বিমান সংস্থাগুলিকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। ২৪ মার্চের পর বুকিং হওয়া বাতিল হওয়া বিমানের টিকিটের টাকা ফেরত দিতে হবে যাত্রীদের সাফ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার এই নির্দেশ দিল শীর্ষ আদালত। এদিন বিচারপতি অশোক ভূষণ, আর সুভাষ রেড্ডি এবং এম আর শাহকে নিয়ে গড়া সুপ্রিম কোর্টের এই বেঞ্চ লকডাউনে বাতিল হওয়া বিমানের টিকিটের টাকা ফেরতের ইস্যুতে এই রায় দিল। পাশাপাশি টাকা ফেরতের ইস্যুতে বিমান সংস্থাগুলিকে ‘ক্রেডিট সেল’ গড়ার অনুমতিও দিল সুপ্রিম কোর্ট। ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত থাকবে এই ‘ক্রেডিট শেল’এর মেয়াদ। এবিষয়ে ডিরেক্টর জেনারেল অব সিভিল অ্যাভিয়েশনের সব সুপারিশ মেনে নেওয়া হয়েছে। ঘরোয়া ও আন্তর্জাতিক এই দুই ধরনের উড়ানের ক্ষেত্রেই শীর্ষ আদালতের এই নির্দেশ কার্যকর হবে। টাকা ফেরতের জন্য অসামরিক বিমান পরিবহন মন্ত্রককে বিজ্ঞপ্তি জারি করতে বলেছে দেশের শীর্ষ আদালত।

সুপ্রিম কোর্ট জানিয়েছে, ট্র্যাভেল এজেন্টের মাধ্যমে যাঁরা টিকিট কিনেছিলেন, তাঁরা সংশ্লিষ্ট এজেন্টের কাছ থেকে টাকা ফেরত পাবেন। তবে সেই এজেন্টের অ্যাকাউন্টে টাকা ঢোকার পর। যাত্রীদের টাকা ফেরতের জন্য বিমান সংস্থাগুলি ২০২১-এর ৩১ মার্চ পর্যন্ত সময় পাবে। যেহেতু লকডাউনের মধ্যে বুকিং নেওয়ার কথা ছিল না সেই কারণে অবিলম্বে বিমান সংস্থাগুলি যাত্রীদের টাকা ফেরত দিক। তবে লকডাউন শুরুর আগে অর্থাৎ ২৪ মার্চ পর্যন্ত যেসব বুকিং হয়েছিল, সেক্ষেত্রে ‘ক্রেডিট সেল’ প্রকল্পের মাধ্যমে টাকা ফেরতের সুযোগ থাকছে।

আরও পড়ুন-চাপের মুখে বারোয়ারি দুর্গাপুজোয় ছাড় যোগী সরকারের

spot_img

Related articles

এপিকের সঙ্গে মোবাইল লিঙ্ক না থাকলে অনলাইনে ফর্ম নয়! কমিশনের নিয়মে ক্ষোভে ফুঁসলেন কল্যাণ 

নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে ফের রাজনৈতিক বিতর্ক। রবিবার শ্রীরামপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে ভোট রক্ষা শিবিরে অংশ...

ফাইনাল ম্যাচে শাহরুখের মন্ত্রেই ছাত্রীদের তাতিয়ে ছিলেন? অকপট স্মৃতিদের কোচ

ভারতীয় মহিলা দল বিশ্বকাপ জেতার পরই চক দে ইন্ডিয়ার কবীর খান হয়ে উঠেছেন অমল মুজুমদার(Amol Muzumdar)। কী বলে...

এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের পাশে তৃণমূল: রাজ্যজুড়ে শোকাহত পরিবারগুলির ঘরে দলের জনপ্রতিনিধিরা 

এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে মৃত্যুর ঘটনা ক্রমশ বাড়ছে। কোথাও আত্মহত্যা, কোথাও আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু— ভয় ছড়িয়ে পড়েছে গ্রাম...

বাংলাভাষায় ১০ কোটিও খরচ নয়! বাঙালিবিদ্বেষী বিজেপির রবীন্দ্র-বঙ্কিম ভাগে তোপ গণমঞ্চের

বিজেপি আদতে বাঙালি বিদ্বেষী, তা সাম্প্রতিক সময়ে বারবার প্রত্যক্ষভাবে প্রমাণিত। সেই বিদ্বেষের বিরুদ্ধে বারবার সরব হয়েছে দেশ বাঁচাও...