Sunday, November 9, 2025

লকডাউনে বাতিল টিকিটের টাকা ফেরত দিতে হবে বিমান সংস্থাগুলিকে : সুপ্রিম কোর্ট

Date:

Share post:

লকডাউনে বাতিল টিকিটের টাকা যাত্রীদের ফেরত দিতে হবে বিমান সংস্থাগুলিকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। ২৪ মার্চের পর বুকিং হওয়া বাতিল হওয়া বিমানের টিকিটের টাকা ফেরত দিতে হবে যাত্রীদের সাফ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার এই নির্দেশ দিল শীর্ষ আদালত। এদিন বিচারপতি অশোক ভূষণ, আর সুভাষ রেড্ডি এবং এম আর শাহকে নিয়ে গড়া সুপ্রিম কোর্টের এই বেঞ্চ লকডাউনে বাতিল হওয়া বিমানের টিকিটের টাকা ফেরতের ইস্যুতে এই রায় দিল। পাশাপাশি টাকা ফেরতের ইস্যুতে বিমান সংস্থাগুলিকে ‘ক্রেডিট সেল’ গড়ার অনুমতিও দিল সুপ্রিম কোর্ট। ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত থাকবে এই ‘ক্রেডিট শেল’এর মেয়াদ। এবিষয়ে ডিরেক্টর জেনারেল অব সিভিল অ্যাভিয়েশনের সব সুপারিশ মেনে নেওয়া হয়েছে। ঘরোয়া ও আন্তর্জাতিক এই দুই ধরনের উড়ানের ক্ষেত্রেই শীর্ষ আদালতের এই নির্দেশ কার্যকর হবে। টাকা ফেরতের জন্য অসামরিক বিমান পরিবহন মন্ত্রককে বিজ্ঞপ্তি জারি করতে বলেছে দেশের শীর্ষ আদালত।

সুপ্রিম কোর্ট জানিয়েছে, ট্র্যাভেল এজেন্টের মাধ্যমে যাঁরা টিকিট কিনেছিলেন, তাঁরা সংশ্লিষ্ট এজেন্টের কাছ থেকে টাকা ফেরত পাবেন। তবে সেই এজেন্টের অ্যাকাউন্টে টাকা ঢোকার পর। যাত্রীদের টাকা ফেরতের জন্য বিমান সংস্থাগুলি ২০২১-এর ৩১ মার্চ পর্যন্ত সময় পাবে। যেহেতু লকডাউনের মধ্যে বুকিং নেওয়ার কথা ছিল না সেই কারণে অবিলম্বে বিমান সংস্থাগুলি যাত্রীদের টাকা ফেরত দিক। তবে লকডাউন শুরুর আগে অর্থাৎ ২৪ মার্চ পর্যন্ত যেসব বুকিং হয়েছিল, সেক্ষেত্রে ‘ক্রেডিট সেল’ প্রকল্পের মাধ্যমে টাকা ফেরতের সুযোগ থাকছে।

আরও পড়ুন-চাপের মুখে বারোয়ারি দুর্গাপুজোয় ছাড় যোগী সরকারের

spot_img

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...