Saturday, December 6, 2025

লকডাউনে বাতিল টিকিটের টাকা ফেরত দিতে হবে বিমান সংস্থাগুলিকে : সুপ্রিম কোর্ট

Date:

Share post:

লকডাউনে বাতিল টিকিটের টাকা যাত্রীদের ফেরত দিতে হবে বিমান সংস্থাগুলিকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। ২৪ মার্চের পর বুকিং হওয়া বাতিল হওয়া বিমানের টিকিটের টাকা ফেরত দিতে হবে যাত্রীদের সাফ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার এই নির্দেশ দিল শীর্ষ আদালত। এদিন বিচারপতি অশোক ভূষণ, আর সুভাষ রেড্ডি এবং এম আর শাহকে নিয়ে গড়া সুপ্রিম কোর্টের এই বেঞ্চ লকডাউনে বাতিল হওয়া বিমানের টিকিটের টাকা ফেরতের ইস্যুতে এই রায় দিল। পাশাপাশি টাকা ফেরতের ইস্যুতে বিমান সংস্থাগুলিকে ‘ক্রেডিট সেল’ গড়ার অনুমতিও দিল সুপ্রিম কোর্ট। ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত থাকবে এই ‘ক্রেডিট শেল’এর মেয়াদ। এবিষয়ে ডিরেক্টর জেনারেল অব সিভিল অ্যাভিয়েশনের সব সুপারিশ মেনে নেওয়া হয়েছে। ঘরোয়া ও আন্তর্জাতিক এই দুই ধরনের উড়ানের ক্ষেত্রেই শীর্ষ আদালতের এই নির্দেশ কার্যকর হবে। টাকা ফেরতের জন্য অসামরিক বিমান পরিবহন মন্ত্রককে বিজ্ঞপ্তি জারি করতে বলেছে দেশের শীর্ষ আদালত।

সুপ্রিম কোর্ট জানিয়েছে, ট্র্যাভেল এজেন্টের মাধ্যমে যাঁরা টিকিট কিনেছিলেন, তাঁরা সংশ্লিষ্ট এজেন্টের কাছ থেকে টাকা ফেরত পাবেন। তবে সেই এজেন্টের অ্যাকাউন্টে টাকা ঢোকার পর। যাত্রীদের টাকা ফেরতের জন্য বিমান সংস্থাগুলি ২০২১-এর ৩১ মার্চ পর্যন্ত সময় পাবে। যেহেতু লকডাউনের মধ্যে বুকিং নেওয়ার কথা ছিল না সেই কারণে অবিলম্বে বিমান সংস্থাগুলি যাত্রীদের টাকা ফেরত দিক। তবে লকডাউন শুরুর আগে অর্থাৎ ২৪ মার্চ পর্যন্ত যেসব বুকিং হয়েছিল, সেক্ষেত্রে ‘ক্রেডিট সেল’ প্রকল্পের মাধ্যমে টাকা ফেরতের সুযোগ থাকছে।

আরও পড়ুন-চাপের মুখে বারোয়ারি দুর্গাপুজোয় ছাড় যোগী সরকারের

spot_img

Related articles

কলকাতা-লন্ডন বিমান ভাড়া কলকাতা-মুম্বইয়ের থেকে কম! হয়রানিতেও জুটল না বিশেষ ট্রেন

লক্ষ লক্ষ দেশবাসী গত ৭২ ঘণ্টার বেশি সময় ধরে দেশের নানা প্রান্তে বিপর্যস্ত। কারো বিয়ে, কারো পরীক্ষা আটকে...

বাংলাই দেখায় পথ: BLO মৃত্যুতে ক্ষতিপূরণের সিদ্ধান্তে বাধ্য হল কমিশন

বাংলায় মৃত্যু চার বিএলও-র। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অন্তত ১৫ জন। গোটা দেশে ডবল ইঞ্জিন রাজ্যগুলিতে বিএলও...

চিহ্নিত ‘অযোগ্য’দের তালিকা, আদালতের নির্দেশে প্রকাশ এসএসসি-র

কলকাতা হাই কোর্টের নির্দেশে ফের এক তালিকা প্রকাশ এসএসসি-র। ২০১৬ এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় এসএলএসটি চাকরিপ্রার্থীদের মধ্যে ‘অযোগ্য’ চিহ্নিতদের...

কাজ করার সময়ই অসুস্থ BLO: হাসপাতালে ভর্তির সংখ্যা আরও বাড়ল

এসআইআর-এর সময় সীমা বাড়ানো হোক। এই দাবিতে রাজ্যের সিইও দফতরের সামনে লাগাতার আন্দোলনে বিএলও অধিকার রক্ষা মঞ্চ। যেভাবে...