মহামারির আবহে বেলুড় মঠের পুজো দেখতে ওয়েবসাইট ভরসা

মহামারির আবহে এবারের দুর্গাপুজোয় বেলুড় মঠের ঐতিহ্যের পুজোয় আমজনতার শামিল হওয়ার সুযোগ থাকছে না। বেলুড় মঠ কর্তৃপক্ষ জানিয়েছেন, সশরীরে নয় মঠের পুজো দেখতে হবে www.belurmath.org এই ওয়েবসাইটে ।
প্রসঙ্গত ১৯০১ সালে স্বামী বিবেকানন্দ প্রথম বেলুড়মঠে দুর্গাপুজো করেন। স্বামীজির আমন্ত্রণে মা সারদা দেবী স্বয়ং এই পুজোয় অংশ গ্রহণ করেছিলেন। ঐতিহ্যের এই দুর্গাপুজোয় অংশ নিতে লক্ষাধিক মানুষের ঢল নামে প্রতি বছর। কিন্ত এ বছর করোনার সংক্রমণের জেরে সাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হচ্ছে ।

আরও পড়ুন-বিধানসভা ভোটে জোট নয়, নীতীশের বিরুদ্ধে প্রার্থী, সঙ্কট বাড়াল পাশোয়ানরা

বেলুড় মঠ সূত্রে জানানো হয়েছে , তাঁদের ওয়েবসাইটে সরাসরি দেখা যাবে পঞ্চমীতে সন্ধ্যারতি, ষষ্ঠীতে বোধন, কল্পারম্ভ, আমন্ত্রণ, দেবীর অধিবাস, সপ্তমী, অষ্টমীর কুমারী পুজো, নবমীতে সন্ধিপুজো, দশমীর বিসর্জন।

Previous articleযোগীর দলের প্রাক্তন বিধায়কের পঞ্চায়েত ডেকে ঘোষণা, নির্দোষ চার অভিযুক্ত
Next articleদিলীপের অসাংবিধনিক মন্তব্য, পাল্টা একই ভাষায় জবাব শাসক দলের