Sunday, November 2, 2025

নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে হাথরাসে সমাজবাদী পার্টির প্রতিনিধি দল

Date:

Share post:

উত্তরপ্রদেশের হাথরাসে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে গেলেন সমাজবাদী পার্টির সদস্যরা। প্রথমে বাধা দেয় উত্তরপ্রদেশ পুলিশ। বিচারের দাবিতে বিক্ষোভ দেখায় সমাজবাদী পার্টির সদস্যরা। প্রায় ৩ ঘণ্টা পথ অবরোধ করে রাখেন তাঁরা। তাঁদের উপর লাঠি চালায় পুলিশ। মহিলা বিক্ষোভকারীদের পেটে লাঠি মারা হয়েছে বলে অভিযোগ। পুলিশের অভিযোগ, তাঁদের লক্ষ্য করে ইট ছোঁড়া হয়েছে। দীর্ঘ বচসার পর শেষমেষ ৫ জনকে যাওয়ার অনুমতি দেয় পুলিশ।

আগেই বহুজন সমাজবাদী পার্টির সুপ্রিমো মায়াবতী জেলাশাসকের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন মাায়াবতী। এদিনই নির্যাতিতার বাড়িতে গিয়েছে সিটের তদন্তকারীরা। তাঁরা নির্যাতিতার বাবা-মা সহ পরিবারের বাকি সদস্যদের বয়ান রেকর্ড করেছেন। জানা গিয়েছে, তারা ৭ দিনের মধ্যে রিপোর্ট পেশ করবে সরকারকে।

সূত্রের খবর, এদিন সিটের আধিকারিকদের কাছে বিচার বিভাগীয় তদন্তের আবেদন জানিয়েছে নির্যাতিতার পরিবার। চাপের মুখে পড়ে সিবিআই তদন্তের আবেদন জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কারণ এই ঘটনায় উত্তরপ্রদেশের পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। ফলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে তদন্তভার উঠলে রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে কোনও বিতর্ক থাকবে না। রবিবার ভীম আর্মির প্রধান চন্দ্রশেখর আজাদ গিয়েছেন হাথরাসে। এদিনই হাথরাসে যেতে পারেন রাষ্ট্রীয় লোক দলের সভাপতি জয়ন্ত চৌধুরি।

আরও পড়ুন:ভোটের মুখে বিহারে ধর্ষিত হয়ে আত্মঘাতী দলিত-কন্যা, চাপে নীতীশ কুমার

spot_img

Related articles

ভারত কোনও ধর্মশালা নয়, দেশে জন্মালেই ভোটাধিকার! শাহের ন্যক্কারজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাম্প্রতিক মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক। তাঁর বক্তব্য— “ভারত কোনও ধর্মশালা নয়, যারা এই দেশে...

ভারত চেম্বার অফ কমার্সের ১২৫ বছর: রাজ্যে আসছেন লোকসভার স্পিকার ওম বিড়লা

ভারত চেম্বার অফ কমার্সের ১২৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে সোমবার কলকাতায় আসছেন লোকসভার স্পিকার ওম...

বৃষ্টি – দুর্যোগ কাটতেই দার্জিলিংয়ে ফের শুরু সরস মেলা 

ভারী বৃষ্টিতে ফের বিপর্যস্ত উত্তরবঙ্গের পাহাড় ও সমতল। শনিবার রাতের বৃষ্টিতে কালিম্পং জেলায় একাধিক স্থানে ধস নামে। বন্ধ...

শুভেন্দুর স্বাস্থ্য শিবিরে জাতীয় মহিলা কমিশনের সদস্যা! নিরপেক্ষতা কোথায়? প্রশ্ন তৃণমূলের

জাতীয় মহিলা কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল কংগ্রেস। অভিযোগ, বিজেপির নির্দেশ মেনে ও রাজনৈতিক স্বার্থে কাজ করছে...