দিল্লিকে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে মুম্বই

লড়াইটা ছিল এবারের আইপিএলের সেরা ব্যাটিং বনাম সেরা বোলিংয়ের। সেই লড়াইয়ে শেষ হাসি হাসল মুম্বই ইন্ডিয়ান্স। দু’বল বাকি থাকতেই পাঁচ উইকেটে জিতে গেলেন রোহিত শর্মারা। সেই জয়ের সৌজন্যে লিগ টেবিলের শীর্ষে উঠে এল মুম্বই।

আরও পড়ুন –দ্বিতীয় প্লাজমা থেরাপির পরে উন্নতি, সঙ্কটজনক হলেও স্থিতিশীল সৌমিত্র
রবিবার রাতে দিল্লির করা চার উইকেটে ১৬২ রান দু’বল বাকি থাকতেই তুলে নিল মুম্বই। à§­ ম্যাচে দুই টিমের পয়েন্টই ১০। কিন্তু রানরেটে দিল্লিকে টপকে মুম্বই একে উঠে এল।
এদিন প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে দিল্লি তোলে ১৬২ রান। শিখর ৬৯ রানের দুরন্ত ইনিংস উপহার দেন।শ্রেয়াস আইয়ারের সংগ্রহ ৪২ রান। অন্যদিকে, পান্ডিয়া ২৬ রান দিয়ে প্রতিপক্ষের ২টি উইকেট শিকার করেন।টার্গেট তাড়া করতে নেমে ২ বল বাকি থাকতেই মাত্র ৫ উইকেট হারিয়ে ১৬৬ রান তুলে নেয় মুম্বই। ডি কক ৫৩ করেন। আজকের ম্যান অফ দ্য ম্যাচ তিনিই। সূর্যকুমারের সংগ্রহ ৫৩। রাবাডা ২টি উইকেট নিয়েছেন।