এবার কারা পেলেন অর্থনীতিতে নোবেল?

এবছর অর্থনীতিতে নোবেল পুরস্কার জিতে নিলেন দুই মার্কিন অর্থনীতিবিদ পল মিলগ্রোম এবং রবার্ট উইলসন। মিলগ্রোম এবং উইলসন দুজনই ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের নামী অধ্যাপক। নিলাম বা অকশানের পদ্ধতি নিয়ে তাঁরা দীর্ঘদিন গবেষণা করছিলেন। তাঁদের নতুন নিলাম তত্ত্ব অনুসরণ করে বিশ্বজুড়ে ক্রেতা, বিক্রেতা এবং করদাতারা উপকৃত হয়েছেন।

আরও পড়ুন- বিষয় রাজ্যপাল: মমতার অবস্থানকে সমর্থন মানিকের

সোমবার সুইডেনের স্টকহোমে ২০২০ সালের অর্থনীতিতে নোবেল বিজয়ী হিসেবে এই দুই অধ্যাপক-গবেষকের নাম ঘোষণা করে দ্য রয়্যাল সুইডিশ অ্যাকাডেমির একটি প্যানেল। নোবেল কমিটি জানিয়েছে, নিলাম তত্ত্ব বা অকশান থিওরি উন্নয়ন এবং নতুন নিলাম পদ্ধতি উদ্ভাবনের জন্য এবছর নোবেল দেওয়া হচ্ছে পল মিলগ্রোম এবং রবার্ট উইলসনকে।

 

Previous articleব্রেকফাস্ট নিউজ
Next articleপ্রতিবেশীর মিথ্যা বয়ান, শাস্তির দাবিতে রিয়ার চিঠি সিবিআইকে