Friday, January 30, 2026

চিন বিশ্বাসঘাতক, ভারতবিরোধী উপ-প্রধানমন্ত্রীকে সরিয়ে দিল্লিকে মৈত্রীর বার্তা নেপালের

Date:

Share post:

মানচিত্র বিতর্কের পাশাপাশি একের পর এক ভারতবিরোধী মন্তব্যে সম্প্রতি ভারত-নেপাল সম্পর্ক তিক্ততার আকার নেয়। নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি যে চিনের মদতে এই কাণ্ড করে চলেছিল সে কথা বুঝতে আর বাকি ছিল না কারও। সেই ওলি এবার এক কাণ্ড করে বসলেন। তীব্র ভারত বিরোধী হিসেবে পরিচিত নেপালের উপপ্রধানমন্ত্রী ঈশ্বর পোখরেলকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দিলেন তিনি। ভারত-নেপাল সম্পর্কের ক্ষতে প্রলেপ দিতে নেপালের এই উদ্যোগ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

ভারতের সঙ্গে নেপালের সম্পর্ক নষ্ট করার পিছনে যে পুরোদমে চিনের মদত ছিল সে কথা কার্যত মেনে নিচ্ছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তবে যাকে বন্ধু হিসেবে ভেবেছিল নেপাল। সেই চিনের গতিবিধি যে সন্দেহজনক তা ক্রমাগত বুঝতে পারছে তারা। সম্প্রতি উত্তর নেপালের একাধিক অংশ নিজেদের দখলে নিয়ে একের পর এক বিল্ডিং তৈরি করে গিয়েছে চিন। এই ঘটনাকে মোটেও ভাল চোখে নিচ্ছে না নেপাল। চিনের এই আগ্রাসী মনোভাবের প্রতিবাদে সম্প্রতি কাঠমান্ডুতে চিনের দূতাবাসের সামনে বিক্ষোভ দেখায় স্থানীয় জনতা। চিন যে আসলে দুমুখো সাপ সেটা ধীরে হলেও বেশ বুঝতে পারছে নেপাল। এমন অবস্থায় ফের ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে ধীর পায়ে এগিয়ে আসছেন ওলি। আগামী ৩ নভেম্বর নেপাল সফরে যাচ্ছেন ভারতের সেনাপ্রধান এমএম নারাভানে। তার আগেই উপ প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দিয়ে একরকম মৈত্রীর বার্তা দেওয়া হল নেপালের তরফে।

আরও পড়ুন: আমরা ছিলাম, আছি, থাকব: উদ্বোধন মঞ্চ থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

উল্লেখ্য, গত মে মাসে লিপুলেখ হয়ে মানস সরোবর পর্যন্ত রাস্তা তৈরির কাজ বন্ধ করে দেওয়া নিয়ে ভারত ও নেপালের মধ্যে সংঘাতের শুরু। এরপর ভারতের তিন এলাকা নেপালের মানচিত্রে স্থান দেয় নেপাল। এনিয়ে কড়া মন্তব্য করেছিলেন সেনাপ্রধান নারাভানে। তিনি স্পষ্ট ইঙ্গিত দেন, নেপালের কার্যকলাপের পেছনে চিনের মদত রয়েছে। নারাভানের ওই মন্তব্যে পর ভারতীয় সেনার গোর্খা জওয়ানদের ভারত বিরোধিতায় উস্কে দেওয়ার চেষ্টা করেন ঈশ্বর পোখরেল। তিনি বলেন, নারাভানের মন্তব্য নেপালিদের ভাবাবেগকে আঘাত করেছে। গোর্খারা ভারতের নিরাপত্তার জন্য প্রাণ দিয়েছে। নারাভানের মন্তব্যের পর ভারতীয় সেনায় গোর্খা সেনারা আর তাঁদের ঊধ্ব্তন অফিসারদের সম্মান করবে না।

spot_img

Related articles

আনন্দপুর-অগ্নিকাণ্ডে BJP-র দ্বিচারিতা: মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য মোদির, শুভেন্দু রাজ্যের কাছে চান ৫০ লাখ!

বিধানসভা নির্বাচনের আগে হওয়া গরম করতে বিজেপি নেতা ঘটনাস্থলে দাঁড়িয়ে মৃতদের পরিবার পিছু ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ...

পদ্মশ্রী টদ্দশ্রী‘-র পরে ‘Emni’ প্রসেনজিতের বাড়িতে দেব! ভুলবোঝাবুঝি সামলে দায়িত্বপালন জ্যেষ্ঠপুত্রের

একেবারে দেবের(Dev) সিগনেচার নেচার। খারাপ কথা বলে, আবার মন গলাতে ক্ষমা প্রার্থনা। বুধবার ইম্পার ডাকা স্ক্রিনিং কমিটির বৈঠকে...

অনিশ্চিত! বিএলও-র কাজ করলে কীভাবে মাধ্যমিকের গার্ড: প্রশ্ন তুলে কমিশনকে চিঠি পর্ষদের

সোমবার থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা পরিচালনা করতে লাগবে ৫০ হাজার শিক্ষক। অথচ কত শিক্ষকে পাবে মধ্যশিক্ষা পর্ষদ...

লিটনরা না এলেও ভারতে আসছেন দুই বাংলাদেশি আম্পায়ার, সূর্যদের জন্য কড়া নিরাপত্তা

৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ(T20 World Cup) । তার আগেই শুক্রবার ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা...