মহামারির আবহে রবীন্দ্রনাথ ঘোষ বাচিক সংসদের প্রয়াসকে সম্মাননা প্রদান

করোনা আবহের মধ্যে এক অভিনব প্রয়াস নিল রবীন্দ্রনাথ ঘোষ বাচিক সংসদ ও সমাজ কল্যাণ সমিতি। এই সংগঠন সবসময়ই মানুষের পাশে মানুষের সাথে থাকার লক্ষ্য নিয়ে বিগত চার বছর ধরে কাজ করে চলেছে ।

আরও পড়ুন- নিজের জালে নিজেই ফাঁসলেন কঙ্গনা রানাওয়াত, তাঁর বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ আদালতের
উৎসবের এই মরশুমে এই সংস্থার পক্ষ থেকে ছোট ছোট শিশুদের হাতে নতুন জামাকাপড় এবং খাবার তুলে দেওয়া হয়। এমনকি এলাকার দুঃস্থ মানুষের মুখে হাসি ফোটাতে নতুন বস্ত্র ও শাড়ি দেওয়া হয়। সংস্থার কর্তারা জানিয়েছেন, এদিন ১০৩ জনকে তারা সাহায্য করলেও, আগামীদিনে আরও বেশি মানুষের পাশে থাকাই তাদের লক্ষ্য । এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার তুষার কান্তি ঘোষসহ বিশিষ্টরা ।
সংস্থার এই উদ্যোগকে স্বাগত জানাতে এগিয়ে আসে তিলজলা পুলিশ স্টেশনের আধিকারিকরা । তাদের পক্ষ থেকেও সংস্থার সদস্যদের এই প্রয়াসকে শনিবার সম্মান জানানো হয়। প্রত্যেকেই সংস্থার এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন ।

Previous articleরাজ্যপালের শব্দচয়ন সঠিক হওয়া প্রয়োজন: কাকে বার্তা দিলেন অমিত শাহ?
Next articleধাওয়ানের সেঞ্চুরি! চেন্নাই এক্সপ্রেসকে বেলাইন করে ফের শীর্ষে দিল্লি