Wednesday, November 5, 2025

দিলীপ ঘোষের দ্রুত আরোগ্য কামনায় দক্ষিণেশ্বর কালী মন্দিরে সোমবার মহাযজ্ঞ বিজেপি যুবমোর্চার

Date:

Share post:

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সুস্বাস্থ্য ও দ্রুত আরোগ্য কামনায় এবার মহাযজ্ঞ করতে চলেছে যুবমোর্চা। আগামীকাল, সোমবার এই মহাযজ্ঞ অনুষ্ঠিত হবে দক্ষিণেশ্বর কালী মন্দিরে সকাল ৯টা নাগাদ। রাজ্য বিজেপি যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ এই মহাযজ্ঞের আয়োজন করেছেন।

উল্লেখ্য, বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ করোনা সংক্রমণ নিয়ে সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। যা নিয়ে উদ্বিগ্ন তাঁর রাজনৈতিক অনুগামীরা। যদিও আগের চেয়ে ভাল আছেন দিলীপবাবু। । আজ, রবিবার সল্টলেকের বেসরকারি হাসপাতালের তরফে এমনটাই জানানো হয়েছে। তাঁর মেডিক্যাল বুলেটিনে চিকিৎসকরা জানিয়েছে, শরীরে আর জ্বর নেই করোনা আক্রান্ত দিলীপবাবুর। চিকিৎসায় সাড়া দিয়ে ক্রমশ সুস্থ হয়ে উঠছেন রাজ্য বিজেপি সভাপতি।

মেডিক্যাল বুলেটিনের বিবৃতি অনুসারে, দিলীপ ঘোষের
রক্তচাপ, SPO2 স্থিতিশীল রয়েছে। জেনারেল আইসোলেশন কেবিনে দেওয়া হয়েছে তাঁকে। একইসঙ্গে জানানো হয়, গতকাল শনিবার দিলীবাবুর গলার যে সিটি স্ক্যান করানো হয়েছিল, সেই রিপোর্টে কোনও সমস্যা ধরা পড়েনি তাঁর। তাঁকে সাধারণ খাবার দেওয়া হচ্ছে।

গত ৮ অক্টোবর বিজেপির নবান্ন অভিযানের পরপরই কিছুটা অসুস্থ বোধ করেন দিলীপ ঘোষ। তাঁর পূর্ব ঘোষিত পরবর্তী রাজনৈতিক কর্মসূচি বাতিল করে দেন তিনি। সন্দেহ হওয়াতে করোনা টেস্ট করান। এরপর গত শুক্রবার রিপোর্টে কোভিড পজিটিভ ধরা পড়ে দিলীপ ঘোষের। ১০২ ডিগ্রি জ্বর নিয়ে ভর্তি হন হাসপাতালে। সামান্য শ্বাসকষ্টের সমস্যাও হচ্ছিল তাঁর। এখন তিনি অনেকটাই সুস্থ। এই খবরে দিলীপ ঘোষের রাজনৈতিক অনুগামীদের কিছুটা হলেও স্বস্তি মিলল। তবে বিজেপি যুবমোর্চার পক্ষ থেকে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের দ্রুত আরোগ্য কামনায় সোমবার মহাযজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন- রাজসাক্ষী হওয়ার আগে রহস্যমৃত্যু! ইয়েস ব্যাঙ্ক কাণ্ডে নয়া মোড়

spot_img

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...