ছাত্র আন্দোলনের ৫০ বছর পূরণ করেছে এসএফআই। এবার শারদ সংখ্যাতে সেই মাইল ফলককে সামনে রেখেছে সিপিএমের ছাত্র সংগঠন। শনিবার প্রকাশিত হয়েছে এসএফআইয়ের মুখপত্র ছাত্রসংগ্রামের শারদ সংখ্যা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রাক্তন নেতা বিমান বসু, সুজন চক্রবর্তী, শমীক লাহিড়ী। একইসঙ্গে উপস্থিত ছিলেন এসএফআই রাজ্য সভাপতি প্রতিকউর রহমান, সম্পাদক সৃজন ভট্টাচার্য এবং ছাত্র সংগ্রামের সম্পাদক ঋজুরেখ দাশগুপ্ত সহ অন্যান্য ছাত্র নেতারা। এবারের শারদ সংখ্যায় করোনা, লকডাউন থেকে কৃষিবিলের মতো নানা বিষয় উঠে এসেছে। শ্রদ্ধার্ঘ জানানো হয়েছে প্রয়াত দুই নেতা নিরুপম সেন ও শ্যামল চক্রবর্তীর প্রতি।

আরও পড়ুন:মমতাকে শারদ উপহার পাঠালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনা