Tuesday, December 23, 2025

গানের সুরে তাল মিলিয়ে ঘর বাঁধতে চলেছেন সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী

Date:

Share post:

করোনার আবহে সব মাটি হয়েছে। কিন্তু কিছু তো শুভ হোক। জনপ্রিয় সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তীর মনে বোধহয় এই ভাবনাই ছিল। আর তাই চুপিচুপি তৃতীয়ার সন্ধ্যায় বাগদান পর্ব সেরে ফেললেন তিনি। পাত্র সুরকার নীলাঞ্জন ঘোষ।

বেশ কিছুদিন ধরেই অনেকের মুখেই ইমনের পাত্র নিয়ে নানা জল্পনা শোনা গিয়েছিল। সেই সমস্ত জল্পনার অবসান হল সোমবার। ইমনের বিয়ের খবরে দারুণ খুশি তাঁর ফ্যানেরা। এনগেজমেন্টের ছবি তিনি নিজেই শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। পরিচয় দীর্ঘদিনের হলেও, গত ডিসেম্বর থেকে শুরু হয়েছিল প্রেমপর্ব। জানা গেছে, আগামী বছর শুরুর দিকে বিয়েও সেরে ফেলবেন তাঁরা।

নীলাঞ্জনের সঙ্গে কিছু মিউজিক্যাল প্রোজেক্টে কাজ করেছেন ইমন। সম্প্রতি ইমনের গাওয়া একি লাবণ্যে পূর্ণ প্রাণের মিউজিক অ্যারেঞ্জমেন্টস করেছেন নীলাঞ্জন। এছাড়াও নজরুলের গান- ‘পরদেশী মেঘ’ একটি গানের মিউজিক ভিডিয়োয় সম্প্রতি ইউটিউবে লঞ্চ করেছেন ইমন। সেখানেও একসঙ্গে দেখা গিয়েছে এই জুটিকে।

আরও পড়ুন : সোশ্যাল মিডিয়ায় মিমির ছবিতে ‘জল সমস্যা’ নিয়ে ট্রোল

কয়েকদিন আগেই বাদশার গেন্দা ফুল গানের বাংলা ভার্সান বিক্রম ঘোষের নতুন গানে গাইতে দেখা গিয়েছে ইমনকে। এছাড়াও বর্তমানে জি বাংলা সারেগামাপা-অনুষ্ঠানে সংগীতগুরুর আসনে দেখা যাচ্ছে ইমনকে।

প্রসঙ্গত, এর আগে দীর্ঘ একটা সময় ধরে গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে প্রেম সম্পর্কে আবদ্ধ ছিলেন ইমন চক্রবর্তী। বয়সের ফারাক থাকলেও এই জুটির রসায়ন নজড় কাড়ত অনুরাগীদের। কিন্তু গত বছর সেই সম্পর্কে ইতি টানেন দুজনে।

 

এনগেজমেন্টের পর কাটা হয় কেক

আরও পড়ুন : পুজো প্যান্ডলে বাংলা গান বাজানোর আবেদন বাংলা পক্ষের

spot_img

Related articles

ক্ষত্রিয় সমাজ কার্যালয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, বিনিময় করলেন উৎসবের শুভেচ্ছা

উৎসবের মরসুমে শহর যখন আলোর সাজে সেজে উঠেছে, ঠিক তখনই জনসংযোগের চেনা মেজাজে ধরা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।...

রাখে হরি… থুড়ি স্বামী, মারে কে? সুন্দরবনে বাঘের মুখ থেকে স্ত্রীকে বাঁচানোর ‘গল্প’

রোজ রোজ পণের বা সন্দেহের বশে যেখানে স্বামীর অত্যাচারের শিকার বাংলা তথা দেশের বিভিন্ন প্রান্তের গৃহবধূরা, সেখানে স্ত্রীর...

৫৬ দিনে সামশেরগঞ্জের ঘটনায় সাজা: কোন কোন তথ্য পেশ, স্পষ্ট করল পুলিশ

দেশে গণপিটুনি দ্বিতীয় সাজার নজরি রাখল বাংলার পুলিশ। রাজ্য পুলিশের একাধিক বিভাগের সমন্বয়ে মঙ্গলবার সামশেরগঞ্জের (Samsherganj) জাফরাবাদের গণপিটুনিতে...

বিপাকে গেরুয়া রাজ্যের পুলিশ! থানায় ঢুকে চিৎকার ‘মৃত’ যুবকের 

মৃত বলে নথিভুক্ত হওয়ার প্রায় দেড় মাস পর থানায় ঢুকে চেয়ার টেনে বসে পড়লেন এক যুবক। পুলিশের উদ্দেশে...