- আপনাদের সবাইকে জানাই দুর্গাপুজো, কালীপুজো এবং দিওয়ালির প্রীতি ও শুভেচ্ছা
- আপনাদের মধ্যে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি
- বাংলার দুর্গাপুজো সারা ভারতকে নতুন রঙে রাঙিয়ে দেয়
- বাংলার পূণ্যভূমিকে আমি প্রণাম জানাই
- যখন প্রয়োজন পড়েছে তখন বাংলা নিজের শৌর্য, শিক্ষা, জ্ঞান দিয়ে দেশমাতার সেবা করেছে
- বাংলার মনীষীদের পূণ্যভূমি
- উৎসাহ দেখে মনে হচ্ছে দিল্লিতে নয় কলকাতাতেই বসে আছি
- বাংলার মাটি বিবেকানন্দ, রামকৃষ্ণ, সারদা মা, আনন্দময়ী মার পবিত্র ভূমি
- এই বাংলা রবীন্দ্রনাথ, শ্যামাপ্রসাদ মুখার্জি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাংলা
- এবার আমরা সবাই করোনার সংকটময় পরিস্থিতিতে দুর্গাপুজো করছি
- এবার আয়োজন সীমিত কিন্তু উৎসবের উল্লাসে ভাঁটা পড়েনি
- এটাই বাংলার চেতনা, এটাই আসল বাংলা
- আপনাদের কাছে আমার আবেদন দূরত্ব বজায় রাখুন, মাস্ক পরুন
- বাংলায় দুর্গাকে মেয়ে হিসেবে বরণ করা হয়
- এটাই দেশের চেতনা, আধ্যাত্মিকতা
- দেশের মেয়েদেরও আমাদের এই ভাবেই সমাধান করতে হবে
- নবরাত্রিতে মেয়েদের পুজো করা হয়
- দুর্গাকে বলা হয় দুর্গতিনাশিনী
- মহিষাসুরকে মারার জন্য মায়ের একটা অঙ্গই যথেষ্ট ছিল
- নারী শক্তির প্রতীক
- ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ হোক বা তিন তালাক থেকে মুক্তি হোক নারীশক্তি কে সমৃদ্ধ করার জন্য নিরন্তর চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার
- দেশের আইনকে শক্ত করা হচ্ছে
- দুষ্কর্ম করলে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে
- বাংলায় বলা হয় আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে
- এটা তখনই সম্ভব যখন দেশের কৃষক-শ্রমিক আত্মনির্ভর হবে
- গুরুদেব লিখেছিলেন, “বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল পূর্ণ হউক পূর্ণ হউক পূর্ণ হউক হে ভগবান”
- দেশের যোগাযোগ ব্যবস্থা উন্নত হোক, বিদেশের সঙ্গে সম্পর্ক বা দেশ জুড়ে ব্রডব্যান্ড কানেকশন সব দিক থেকে এগিয়ে চলেছে দেশ
- আমাদের শাস্ত্র অনুযায়ী শান্তি বিরাজ করে, সেই শান্তি আমাদের প্রতিষ্ঠা করতে হবে
- “সবকা সাথ সবকা বিকাশ” কে এগিয়ে যেতে হবে
- সবাইকে উৎসবের শুভকামনা, জয় মা দুর্গা, জয় মা কালী
আরও পড়ুন: ভোট নিয়ে কী বলছে সমীক্ষা রিপোর্ট?
