অষ্টমীতে পাড়ার পুজোয় মাতলেন সৌরভ

করোনা আবহের মধ্যে এবার পুজোর জৌলুস অনেকটাই কম। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে এবার পুজোর অনুমতি পাওয়া গিয়েছে। আদালতের রায় ও সরকারি নির্দেশিকাকে মান্যতা দিয়ে পুজো কমিটিগুলোকে এবার পুজোর আয়োজন করতে হয়েছে।

আরও পড়ুন: সুরুচি সংঘে সপরিবারে নুসরত-সৃজিত, অঞ্জলির পরে ঢাকের তালে নৃত্য

তবে পুজোর চারদিনের মাহাত্ম্য প্রতিটি বাঙালির কাছে এক অন্য মাত্রা পায়। ব্যতিক্রমী নন প্রাক্তন ভারত অধিনায়ক তথা বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রতিবছরই পুজোতে পরিবার, আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবদের সঙ্গে মেতে ওঠেন মহারাজ। এবার কিছুটা গা বাঁচিয়ে হলেও বাড়িতে বসে থাকতে পারেননি তিনি। আজ, অষ্টমীর সকালেই পাঞ্জাবি পড়ে একেবারে বাঙালির সাজে চলে যান তাঁর পাড়ার পুজো বড়িশা প্লেয়ার্স কর্নারে। পুষ্পাঞ্জলী চলাকালীন সারাক্ষণই সেখানে হাজির ছিলেন সৌরভ।

Previous articleসুরুচি সংঘে সপরিবারে নুসরত-সৃজিত, অঞ্জলির পরে ঢাকের তালে নৃত্য
Next articleঐতিহ্য-রীতি মেনে অষ্টমীতে বেলুড় মঠে কুমারী পুজো, উমাকে স্পর্শ করলেন না সন্ন্যাসীরা