আনন্দোৎসবের মাঝেও দুঃসংবাদ, ফের করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারালেন এক পুলিশকর্মী

আনন্দোৎসবের মাঝেও দুঃসংবাদ। আবারও করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারালেন কলকাতা পুলিশে কর্মরত এক কনস্টেবল।দেশে করোনাভাইরাস সংক্রমণের গোড়া থেকে একেবারে সামনের সারিতে দাঁড়িয়ে লড়ছেন পুলিশকর্মীরা।

মনোজ কুমার সিং নামে এক কনস্টেবল করোনা আক্রান্ত হয়ে রবিবার প্রাণ হারালেন। তিনি কলকাতা পুলিশের পোর্ট ডিভিশনে কর্মরত ছিলেন। এদিন কলকাতা পুলিশের ফেসবুক পেজে তাদের এই সহকর্মীর মৃত্যুর খবর জানিয়েছে কলকাতা পুলিশ। লেখা হয়েছে, ‘‌কনস্টেবল মনোজ কুমার সিং একেবারে সামনের সারিতে থেকে লড়ছিলেন করোনা–যুদ্ধে। কোভিডে আক্রান্ত হয়ে সম্প্রতি ভর্তি হন হাসপাতালে। প্রাণ হারালেন আজ। প্রয়াত সহকর্মীর শোকসন্তপ্ত পরিবারের পাশে আমরা আছি, এবং থাকব সর্বতোভাবে।’‌

প্রসঙ্গত, গত মাসে কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা করোনায় আক্রান্ত হয়েছিলেন। এখনও পর্যন্ত কলকাতা পুলিশের প্রায় ১৫ জন আধিকারিকের মৃত্যু হয়েছে করোনায়। গত ৭ মাসে করোনায় আক্রান্ত হয়েছেন কলকাতা পুলিশের প্রায় ৩ হাজার কর্মী। তিন দিন আগে সাব ইনস্পেক্টর হারাধন দাস করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। তিনি সার্ভে পার্ক থানায় কর্মরত ছিলেন।

আরও পড়ুন-মেঘালয়ে বাঙালিদের সুরক্ষা নিশ্চিত করতে মুখ্যমন্ত্রীকে চিঠি জাতীয় বাংলা সম্মেলনের

Previous articleমেঘালয়ে বাঙালিদের সুরক্ষা নিশ্চিত করতে মুখ্যমন্ত্রীকে চিঠি জাতীয় বাংলা সম্মেলনের
Next articleটিআরপি কেলেঙ্কারিতে সিবিআইয়ে সায় নেই