আশীর্বাদ যেন সব সময় বজায় থাকে, আদ্যাশক্তির কাছে প্রার্থনা অমিতাভের

চলতি বছরের জুলাই মাসে কোভিডে আক্রান্ত হয়েছিলেন অমিতাভ বচ্চন। তেইশ দিন যুদ্ধ করে কোভিডকে হারিয়ে বাড়ি অগস্ট মাসে বাড়ি ফিরেছেন তিনি। কঠিন এই পরিস্থিতির সঙ্গে নিজে লড়াই করেছেন। এবং জিতেছেন। তাই নবরাত্রী ও দুর্গাপুজো উপলক্ষ্যে সকলের সুস্থতা কামনা করলেন তিনি। ইনস্টাগ্রামে দেবী দুর্গার একটি ছবি শেয়ার করে সেখানে লিখলেন-  মা দুর্গা ও মা সরস্বতীর স্নেহ, আশীর্বাদ যেন সব সময় বজায় থাকে। মা দুর্গা এবং মা সরস্বতীকে প্রণাম’।

আরও পড়ুন: বিজয়া-দশেরার শুভেচ্ছাতেও একে অপরকে বিঁধলেন মোদি-সোনিয়া

অমিতাভ বচ্চন বরাবরই সোশ্যাল মিডিয়ায় একটু বেশি অ্যাক্টিভ। মাঝে মধ্যেই তাঁর পোস্ট নেট দুনিয়ায় হয়ে ওঠে ভাইরাল। এবারও তার ব্যতিক্রম হল না। উৎসব শেষের ঠিক আগেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভালবাসা ছড়িয়ে দিলেন বিগ বি। অনুরাগীরাও শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন প্রিয় অভিনেতাকে।

আরও পড়ুন : শারীরিক অবস্থার ক্রমশ অবনতি সৌমিত্র চট্টোপাধ্যায়ের, কাজ করছে না স্নায়ু

শ্বশুরবাড়ি কলকাতায় হওয়ায় বরাবরই দুর্গাপুজো এবং বাংলার অন্যান্য উৎসব নিয়ে অভিনেতার আগ্রহী। নিজেও একাধিকবার জানিয়েছেন সেই কথা। স্ত্রী জয়াকে বাদ দিয়ে পরিবারের বাকি সব সদস্যই আক্রান্ত হয়েছিলেন করোনায়। তবে বর্তমানে সকলেই সুস্থ আছেন।

Previous articleধারাল অস্ত্র দিয়ে কোপানো হল তৃণমূল নেতাকে, অভিযোগের আঙুল বিজেপির বিরুদ্ধে
Next articleএবার কোভিড পজিটিভ প্রাক্তন ব্রাজিলিয়ান ফুটবলার রোনাল্ডিনহো