একা সন্তানকে মানুষ করতে সরকারি চাকরিরত পুরুষ কর্মীরাও পাবেন ৭৩০ দিনের ছুটি!

আপনি কী সিঙ্গল পেরেন্ট? একাই সন্তানকে মানুষ করছেন? এবার থেকে আপনিও মোট চাকরি জীবনের ৭৩০ দিন চাইল্ড কেয়ার লিভ পাবেন৷ সরকারি কর্মী হলেই ওই সুবিধা পাওয়া যাবে৷ এখনও পর্যন্ত শুধুমাত্র মহিলারা ওই সুযোগ পেয়ে থাকেন৷ কেন্দ্র সেই সুযোগ দিচ্ছে সিঙ্গল পেরেন্ট পুরুষদেরও৷
কেন্দ্রের নয়া বিজ্ঞপ্তিতে ডিপার্টমেন্ট অব পার্সোনেল অ্যান্ড ট্রেনিংয়ের তরফে জানানো হয়েছে, অববাহিত, সিঙ্গল পেরেন্ট হিসাবে পুরুষরা সন্তান পালনের জন্য ৭৩০ দিন ছুটি দেবেন৷ কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং সোমবার ঘোষণা করেছেন যে, একা সন্তানপালন করা পুরুষ সরকারি কর্মীরা শিশু পালনের জন্য ছুটি নিতে পারবেন। তিনি বলেন, শিশু যত্নের ছুটি শুধুমাত্র এমন কর্মীদেরই দেওয়া হবে যারা একক মা-বাবা অর্থাৎ ধযাদের বিবাহবিচ্ছেদ হয়েছে৷ কোনও বিধবা এমনকি অবিবাহিতও এই সুবিধা পাবেন৷

আরও পড়ুন- দূষণ নিয়ন্ত্রণে আরও কড়া আইনের ঘোষণা কেন্দ্রের
সরকার চাইল্ড কেয়ার লিভ দিতে রাজি হওয়ায় এতদিনে ন্যায়বিচার হল বলে মত পর্যবেক্ষকদের একাংশের।

Previous articleসামরিক শক্তি বৃদ্ধির পথে দেশ, আমেরিকার সঙ্গে চুক্তি স্বাক্ষর ভারতের
Next articleএকেবারেই ভালো নেই সৌমিত্র, বাড়ছে উদ্বেগ