পণ্ডিত অজয় চক্রবর্তীর বাড়িতে হঠাৎ কৈলাস- মুকুলরা

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দু’দিনের সফরে রাজ্যে আসার কথা বুধবার৷ সূত্রের খবর, দলের নির্দিষ্ট কর্মসূচির বাইরে বাংলার কয়েকজন বিশিষ্ট মানুষদের সঙ্গে কথা বলতে চেয়েছেন শাহ৷

শাহের সেই ইচ্ছা বা নির্দেশ পালন করতে মরিয়া হয়ে নেমেছে বঙ্গ-বিজেপি৷ সেই লক্ষ্যেই
সোমবার বিকেলে বিশিষ্ট সংগীতশিল্পী তথা পদ্মভূষণ পণ্ডিত অজয় চক্রবর্তীর বাড়িতে পৌঁছে গেলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়, বাংলার দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় এবং সাংসদ অর্জুন সিং। যদিও এই সাক্ষাতকারকে নেহাতই ‘সৌজন্যমূলক’ বলেছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়৷ তিনি বলেছেন, “ওনার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক আমার৷ বিজয়া করতে গিয়েছিলাম৷ বিভিন্ন বিষয় অবশ্য আলোচনা হয়েছে। তবে নির্দিষ্ট কিছু কথা হয়নি।”

আরও পড়ুন: রক্তক্ষরণ নিয়ন্ত্রণ করা গেলেও সঙ্কটমুক্ত নন সৌমিত্র

বঙ্গ-বিজেপি সূত্রের খবর, শাহের চূড়ান্ত সফরসূচি এখনও দিল্লি থেকে আসেনি। শারীরিকভাবে এখনও অসুস্থ শাহ৷ বিহার ভোটেও সেভাবে তাঁকে দেখা যাচ্ছে না৷ ফলে শাহের সফর, কতদিনের সফর বা কর্মসূচি এখনও চূড়ান্ত করা যায়নি৷ তবুও কাজ এগিয়ে রাখছে রাজ্য বিজেপি, এমনই জানা গিয়েছে৷

Previous articleরক্তক্ষরণ নিয়ন্ত্রণ করা গেলেও সঙ্কটমুক্ত নন সৌমিত্র
Next articleটিম ইন্ডিয়ার নতুন স্পনসর এমপিএল! চুক্তির বিস্তারিত জানতে পড়ুন এই প্রতিবেদন