ভাত, ডাল, পোস্ত, চাটনিতে অমিত আপ্যায়নের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে আদিবাসী বাড়িতে

এ যেন হাতে চাঁদ পাওয়ার মতো। ছাপসা-নিম্নবিত্ত-আদিবাসী পরিবারে কিনা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী!

সেখানে আবার দুপুরে খাবেন! চতুরডিহি গ্রামে বিভীষণ হাঁসদার বাড়িতে আজ মধ্যাহ্নভোজন করবেন অমিত শাহ।

সে জন্য আজ, বৃহস্পতিবার সকাল থেকে ওই বাড়িতে চূড়ান্ত ব্যস্ততা।

বাড়ি সাজানো হয়েছে আদিবাসী রীতিতে। সব্জি কাটা হয়েছে। চলছে রান্না। সব পদই নিরামিষ।

ভিভিআইপি অতিথিকে আপ্যায়নে ভাত, ডাল, পোস্ত, চাটনি জন্য প্রস্তুতি একেবারে চূড়ান্ত পর্যায়।

দুপুরের মেনু আগে থেকেই ঠিক করা আছে। বিভীষণ হাঁসদার বাড়িতে ভাত, ডাল, পোস্ত, চাটনি দিয়েই আহার সারবেন অমিত শাহ। বাড়ি ও এলাকায় এখন সাজো সাজো রব!

আরও পড়ুন:বিজেপি কর্মীর মৃত্যু: পরিবারকে ন্যায়-বিচারের আশ্বাস অমিত শাহের

 

Previous articleমার্কিন পালাবদলে দুদেশের সম্পর্কে প্রভাব পড়বে না, বললেন বিদেশ সচিব
Next article‘নাটক বন্ধ করুন’, অর্ণবের গ্রেপ্তারির নিন্দা করায় শাহকে পাল্টা আক্রমণ ‘সামনা’র