‘দূর হোক বিভাজন’, ঐক্যের লক্ষ্যে অঙ্গীকারবদ্ধ বাইডেন-হ্যারিসকে চিঠি সোনিয়ার

আমেরিকার রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ার পর নিজের প্রথম ভাষণে বিভাজন দূর করার বার্তা দিয়েছেন জো বাইডেন। হবু মার্কিন প্রেসিডেন্টের এই বার্তাকে স্বাগত জানানোর পাশাপাশি রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার জন্য আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন ও উপরাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়ে চিঠি লিখলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। ক্ষমতার শীর্ষে আসা এই দুই পদাধিকারীর উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তায় সোনিয়া লিখেছেন, প্রচারের সময় একাধিক ভাষণে যে ঐক্যের বার্তা বাইডেন দিয়েছেন তা একটি সুস্থ ভবিষ্যতের দিকে দেশকে চালিত করবে। পাশাপাশি কমলা হ্যারিসের উদ্দেশ্যে তাঁর বার্তা, এই জয় অশ্বেত আমেরিকান ও ভারতীয় বংশোদ্ভূত আমেরিকানদের জয়।

এদিন বাইডেনকে লেখা চিঠিতে সোনিয়া গান্ধী বলেন, গত ১২ মাস ধরে পৃথিবীর লক্ষ মানুষের পাশাপাশি ভারতীয়রাও মার্কিন নির্বাচন প্রক্রিয়া গভীরভাবে পর্যবেক্ষণ করছে। সোনিয়া বলেন, ‘ মানুষের মধ্যে বিভাজন মেটাতে দুই তরফের সামঞ্জস্যপূর্ণ মনোভাব, আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে অন্যান্য দেশগুলোর উন্নয়ন সাধনের উদ্দেশ্য আপনার ভাষণ এক উজ্জ্বল ভবিষ্যৎকে আশ্বস্ত করে। কংগ্রেস অধ্যক্ষ আরো জানান, ভারতবাসীদের মধ্যেও একই চিন্তা। আমার বিশ্বাস আপনি ভারত ও আমেরিকা দুই দেশের মানুষের কল্যাণের জন্য হাতে হাত মিলিয়ে কাজ করবেন।

অন্যদিকে উপ রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত কমলা হ্যারিস কে লেখা চিঠিতে সোনিয়া বলেন, ওনার জয় মার্কিন সংবিধানের নিহিত মূল্য লোকতন্ত্র সামাজিক ন্যায় ও লিঙ্গ বিভাজনের বিরুদ্ধে জাতিগত সমতার জয়। সোনিয়ার কথায়, ‘এটি অশ্বেত আমেরিকান এবং ভারতীয় আমেরিকানদের জন্য একটি বিজয়। এটি মানবতা, উষ্ণ-আন্তরিকতা এবং একত্রীকরণের জয়। যা আপনি প্রকাশ্যে এবং রাজনৈতিক জীবনে লড়াই করেছিলেন।’

আরও পড়ুন: জো বাইডেন: মার্কিন ইতিহাসের তরুণ সিনেটর থেকে আজ আমেরিকার বয়স্ক রাষ্ট্রপতি

অন্যদিকে সোনিয়া গান্ধীর পাশাপাশি এদিন জো বাইডেনকে শুভেচ্ছা জানিয়ে একটি টুইট করতে দেখা গিয়েছে বরিষ্ঠ কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংকে। নিজের টুইটার ওই কংগ্রেস নেতা দেখেন, ‘জো বাইডেনকে প্রেসিডেন্ট করার জন্য আমেরিকার সমস্ত ভোটদাতাকে শুভেচ্ছা।’ পাশাপাশি তিনি আরো লেখেন, ‘এবার ভারতের ও একজন বাইডেনের প্রয়োজন। আশা করব ২০২৪ সালে এমন একজন নেতা আমরা পেয়ে যাব।’ একইসঙ্গে তিনি বলেন, ‘ভারতের বিভাজনকারী শক্তিকে হারাতে হবে। প্রত্যেককে ভাবতে হবে আমরা আগে ভারতীয়।’

Previous articleবিহার ভোট জন্ম দিল দেশের তিন তরুণ তারকার, যারা সকলেই মোদি-বিরোধী
Next articleবাংলা সিটিজেন্স ফোরামের সভা জমিয়ে দিলেন রুদ্রনীল