রাত পোহালেই খুলছে ভিক্টোরিয়া-তারামণ্ডল-জাদুঘর-সায়েন্স সিটি, মানতে হবে নিয়মবিধি

নভেম্বরের শুরু থেকেই রাজ্যে চলে এসেছে শীতের আমেজ। উইক এন্ডে পরিবার বা প্রিয়জনের সঙ্গে একটু ঘুরে বেড়ানোর মরশুম। আনলক পর্বে আগেই খুলে গিয়েছে চিড়িয়াখানা। ধাপে ধাপে খুলেছে রেস্তোরাঁ, শপিং মল। খোলার অনুমতি মিলেছে সিনেমা হলেরও। বুধবার থেকে রাজ্যবাসী পাবে লোকাল ট্রেন পরিষেবাও।

এবার আরও সুখবর এলো। আগামীকাল, মঙ্গলবার থেকে দর্শকদের জন্য খুলে যাচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, ভারতীয় জাদুঘর, সায়েন্স সিটি ও বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড সায়েন্স মিউজিয়াম।

কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রকের তরফে নির্দেশিকা জারি করে বলা হয়েছে, করোনা আবহে দর্শকদের মেনে চলতে এই নিয়মবিধিগুলি—

(১) প্রবেশপথে থার্মাল স্ক্রিনিং এবং স্যানিটাইজেশনের ব্যবস্থা থাকবে। নিরাপত্তারক্ষীরা পিপিই পরে থাকবেন।

(২) মাস্ক বাধ্যতামূলক।

(৩) মানতে হবে শারীরিক দূরত্ব।

(৪) স্মার্ট ফোনে আরোগ্য সেতু অ্যাপ রাখারও পরামর্শ দেওয়া হয়েছে।

(৫) কাউন্টারে ভিড় এড়াতে অনলাইন টিকিটে জোর দেওয়া হচ্ছে।

(৬) কাউন্টারে টিকিট কাটার সময়, দর্শকদের দেওয়া নোট ও কয়েন জীবাণুমুক্ত করতে থাকবে আলট্রাভায়োলেট স্টেরিলাইজেশন বক্স।

(৭) প্রতি গ্যালারিতে একসঙ্গে ২০ থেকে ২৫ জন দর্শককে ঢোকার অনুমতি দেওয়া হবে।

আরও পড়ুন-আজ সৌমিত্রের প্লাজমাফেরেসিস করার সিদ্ধান্ত চিকিৎসকদের

Previous articleআজ সৌমিত্রের প্লাজমাফেরেসিস করার সিদ্ধান্ত চিকিৎসকদের
Next articleফের বাগদাদে হামলা জঙ্গিদের, মৃত ১১