বিজয়বর্গীয়’ই এ রাজ্যের পর্যবেক্ষক, সঙ্গে আইটি সেলের অমিত মালব্য, ঘোষণা বিজেপি’র

ফের কৈলাস বিজয়বর্গীয়’র উপরই আস্থা রাখলো বিজেপি হাই কম্যাণ্ড৷ দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন ফের বঙ্গ-বিজেপির পর্যবেক্ষক-এর দায়িত্ব দেওয়া হয়েছে কৈলাস বিজয়বর্গীয়’কেই৷ একুশের নির্বাচন কৈলাসের চোখেই দেখবে গেরুয়া শীর্ষ মহল৷ প্রসঙ্গত, বঙ্গ-বিজেপির গোষ্ঠী রাজনীতির বিন্যাসে এই কৈলাস বিজয়বর্গীয়, রাজ্য বিজেপি সভাপতির বিরুদ্ধ শিবিরের সঙ্গেই ঘনিষ্ঠ৷ ওদিকে, সহ- পর্যবেক্ষক নিযুক্ত হয়েছেন, অরবিন্দ মেনন এবং বিজেপি আইটি সেলের চেয়ারম্যান অমিত মালব্য৷

বিজেপি বাংলার নির্বাচন নিয়ে কতখানি সিরিয়াস, তা স্পষ্ট হয়েছে দলের আইটি সেলের চেয়ারম্যান অমিত মালব্যকে বাংলার সহ-পর্যবেক্ষক পদে নিয়ে আসার ঘটনায়৷ এই মালব্যই দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়ায় বিজেপির হয়ে প্রচার তথা বিরোধীদের দুরমুশ করার কাজ টানা যাচ্ছেন পেশাদার প্রযুক্তিবিদদের টিম নিয়ে৷ বাংলার সহ-পর্যবেক্ষকের দায়িত্ব পাওয়ার পর স্বাভাবিকভাবেই মালব্য এ রাজ্যের সরকার ও শাসকদলের বিরুদ্ধে প্রচারে বিশেষ নজর দেবেন বলেই রাজনৈতিক মহলের ধারনা৷

আরও পড়ুন- আচমকা অবস্থার অবনতি, সৌমিত্রর ব্রেন ডেথের আশঙ্কা চিকিৎসকদের

Previous articleআচমকা অবস্থার অবনতি, সৌমিত্রর ব্রেন ডেথের আশঙ্কা চিকিৎসকদের
Next articleবাঙালীদের জমি কেড়ে নেওয়ার অভিযোগ বাংলাপক্ষের, গোবরডাঙ্গায় প্রতিবাদ সভা