দীপান্বিতা অমাবস্যায় ঢাকা কালীবাড়িতে মায়ের ভোগ রুই-কাতলা-ইলিশ

ফি-বছরের মত এবছরও নিয়ম-নীতি মেনে দীপান্বিতা অমাবস্যায় শ্যামা মায়ের আরাধনা হচ্ছে ঢাকা কালীবাড়িতে।

দক্ষিণ কলকাতার অন্যতম প্রাচীন মন্দির ঢাকা কালীবাড়ি। ধর্মপ্রাণ ভক্তরা আসেন পুজো দিতে। এবারও তার ব্যতিক্রম হল না। তবে করোনা বিধি মেনেই এলেন দর্শনার্থী ও ভক্তরা। সুরক্ষা বিধি পালনে এবার করোনার কারণে পুষ্পাঞ্জলি বন্ধ ঢাকা কালীবাড়িতে। দর্শনার্থীদদের জন্য ছিল স্যানিটাইজেশনের ব্যবস্থা।

অন্যদিকে ঢাকা কালীবাড়ির মাহাত্ম্য আলাদা। এদিন ঢাকা কালীবাড়ির প্রতিমাকে বিশেষ ভোগ দেওয়া হয়। নিরামিষ নয়, আমিষ ভোগ দেওয়া হয় এখানে। ভোগে থাকে ইলিশ, রুই মাছ আর পায়েস।

আরও পড়ুন- নিউটাউনে বিস্ফোরণের শব্দ, বিধ্বংসী আগুন! ভস্মীভূত অসংখ্য ঝুপড়ি

 

Previous articleকাঁদতে কাঁদতে সৌমিত্রকন্যা বললেন, বাবা একদম ভাল নেই
Next articleকরোনা আক্রান্তদের বেশির ভাগই ডায়াবেটিসে আক্রান্ত