করোনায় মৃত্যু মিছিল যেন থামছে না। সাধারণ মানুষের পাশাপাশি একের পর এক করোনা যোদ্ধার প্রাণ কেড়ে নিচ্ছে অদৃশ্য-অজানা শত্রু। করোনায় আক্রান্ত হয়ে শহরের বুকে প্রাণ হারালেন ফের এক কোভিড যোদ্ধা।

আরও পড়ুন : সোশ্যাল মিডিয়ায় বিকৃত ছবি, লজ্জায় আত্মঘাতী স্কুল ছাত্রী

ফের কলকাতা পুলিশের এক দক্ষ এসআই করোনার বলি হলেন। মানব বন্দ্যোপাধ্যায় নামে কলকাতা পুলিশের এই সাব-ইন্সপেক্টর সোমবার মারা গেলেন। তিনি স্পেশাল ব্রাঞ্চে কর্মরত ছিলেন। সম্প্রতি তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। ভর্তি করা হয় হাসপাতালে। সহযোদ্ধার মৃত্যুতে কলকাতা পুলিশের পক্ষ থেকে গভীর শোকপ্রকাশ করে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

আরও পড়ুন : “শিল্পী হয়ে উঠতে পারেন রাষ্ট্রনেতার চেয়েও জনপ্রিয়”, সৌমিত্রর অন্তিম যাত্রা নিয়ে তসলিমা


