বঙ্গবাসী আর শীতের মাঝে বাধা পশ্চিমী ঝঞ্ঝা

বঙ্গবাসী গায়ে মাখার আগে শীত উধাও। শীতের প্রতীক্ষা ক্রমশ বাড়ছে শহরবাসীর মনে। আবহাওয়া অফিস সূত্রে খবর, আগামী সপ্তাহের আগে তাপমাত্রা স্বাভাবিকের নীচে নামার সম্ভাবনা নেই। ফের বাধা হয়ে দাঁড়াচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। নভেম্বরের প্রথমদিকে শীত ব্যাটিং করলেও তা টেকেনি।

আবহাওয়াবিদরা জানাচ্ছেন, উত্তর পশ্চিম ভারতে ও মধ্যপ্রদেশে তাপমাত্রা নামলেও পশ্চিমী ঝঞ্ঝার কারণে বিহার ও বাংলায় এখনই তাপমাত্রা নামার সম্ভাবনা নেই। আগামী চার পাঁচ দিনে উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুতিতে এবং মধ্যপ্রদেশে ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। বাংলায় আংশিক মেঘলা আকাশের কারণে রাতে তাপমাত্রা স্বাভাবিকের ওপরেই থাকবে এই সপ্তাহে। তবে শুক্রবারে ছিটে ফোঁটা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দু’এক জায়গায়। বুধবার কলকাতায় তাপমাত্রা স্বাভাবিকের ওপরেই ২১.৫ ডিগ্রি। স্বাভাবিকের থেকে দুই ডিগ্রী বেশি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের ১° ওপরে ছিল, ৩০.৮ ডিগ্রি। বাতাসের সর্বোচ্চ জলীয়বাষ্পের পরিমাণ ৯২ শতাংশ।

আসাম, মেঘালয়, মনিপুর সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে আগামী দুদিন ঘন কুয়াশার খবর জানাচ্ছে হাওয়া অফিস। দক্ষিণ-পূর্ব আরব সাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনার প্রভাবে আগামী দু-তিন দিন তামিলনাড়ু কেরালা লাক্ষাদ্বীপ কর্ণাটক উপকূল এলাকায় বৃষ্টির পূর্বাভাস থাকছে।

আরও পড়ুন-চিটফান্ড কাণ্ডে এবার আদালতে আত্মসমর্পণ পিনকন কর্তার স্ত্রী মৌসুমীর

Previous articleএবার ১০ দিনেই হবে মুক্তিযোদ্ধাদের জমির নামজারি
Next articleশ্রদ্ধা জানানোর নামে সৌমিত্রর বাড়িতে গিয়ে রাজনৈতিক বক্তব্য অধীরের, নীরবতায় প্রশ্রয় পৌলমীর