কেরিয়ারের নতুন দিশা: আন্তর্জাতিক কনফারেন্সের আয়োজন অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের

ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে বরাবরই উদ্যোগ নিয়ে থাকে অ্যাডামাস বিশ্ববিদ্যালয়। এবার কেরিয়ারের নতুন দিক খুলে দিতে ভার্চুয়াল কনফারেন্সের আয়োজন করল বিশ্ববিদ্যালয়। আন্তর্জাতিক মানের কনফারেন্সের নাম ইন্টার্নেশনাল স্টুডেন্স কনফারেন্স আইএসসি- অ্যাডামাস ২০২০। এই কনফারেন্সের মূল বিষয়, শিক্ষা: মহামারিকে ছাপিয়ে আজ ভবিষ্যৎ গড়ছে।

আগামী ৫ ডিসেম্বর এই কনফারেন্সের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ কনফারেন্সে অংশ নেবে দেশ-বিদেশের বিভিন্ন আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়। যার মধ্যে রয়েছে ইউনিভার্সিটি অফ ক্যালাব্রিয়া, ইউনিভার্সিটি অফ বলোগ্না, ইউনিভার্সিটি অফ মালায়া, ইতালির ইউনিভার্সিটি অফ জিনোয়া, মুরোরান ইনস্টিটিউট অফ টেকনোলজি, ডেফোডিল ইউনিভার্সিটি, রাশিয়ান ইউনিভার্সিটি অফ পিপলস ফ্রেন্ডশিপ, মহাম্মদ ভি ইউনিভার্সিটি, ফার ইস্টার্ন ইউনিভার্সিটি, বাথ স্পা ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ পেক্স, পেট্রা ক্রিশ্চিয়ান ইউনিভার্সিটি ইত্যাদি।

আরও পড়ুন-কাশ্মীর ইস্যুতে তৎপর, ভারতকে কোণঠাসা করতে বাইডেনকে পাশে চান ইমরান

Previous articleবিষয় শহিদের শেষকৃত্য: ফের রাজ্যপালের নিশানায় বাংলার প্রশাসন
Next articleপরের পর ‘বিশৃঙ্খল’- বার্তা, কর্মীদের দাবি, সক্রিয় হোক তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটি