আইসিসির নয়া নিয়ম, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এক নম্বর থেকে নেমে গেল কোহলির দল

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নিয়ম বদল। আর তার জেরে এক নম্বর থেকে দু’নম্বরে নেমে গেল বিরাট কোহলির দল।

কোভিড পরিস্থিতির কারণেই এই নিয়ম বদল। নতুন নিয়ম অনুযায়ী আইসিসি দলগুলির ম্যাচে প্রাপ্ত দলের পয়েন্টের শতাংশের হিসাব করছে। যে সিরিজ হয়নি, তা ড্র হিসাবে ধরা হবে। আর এই নিয়মে লাভবান হয়েছে অস্ট্রেলিয়া। ভারতীয় দল এই মুহূর্তে ৪টি সিরিজে ৩৬০ পয়েন্ট পেয়ে এক নম্বরে ছিল। আর অস্ট্রেলিয়া ৩টি সিরিজে ২৯৬ পয়েন্ট৷

আরও পড়ুন : মনোবিদের দৌলতে খোশমেজাজে লাল-হলুদের ফুটবলাররা

আরও পড়ুন : রাত পেরোলেই আইএসএলের ঢাকে কাঠি, নজর থাকবে যাদের দিকে

কিন্তু দলের পয়েন্টের শতাংশের হিসাবে তারা ৮২.২%, আর ভারতীয় ৭৫%, ইংল্যান্ড ৬০.৮%। ভারতকে অস্ট্রেলিয়াকে টপকাতে অস্ট্রেলিয়া সফরে ভাল ফল করতে হবে। আর একদিকে ভারত যদি অজি সিরিজে আশানুরূপ ফল না করে এবং নিউজিল্যান্ড ঘরোয়া সিরিজে ভাল খেলে তাহলে কোহলির টিমের তৃতীয় স্থানে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ২৭ নভেম্বর থেকে ভারতের অস্ট্রেলিয়া সফর শুরু। ৩ম্যাচের ওয়ান ডে, ৩ম্যাচের টি-২০ ও ৪ টেস্টের সিরিজ। যে টেস্টে প্রথমটির পর অধিনায়ক কোহলি খেলবেন না।

Previous articleকুলভূষণকে পাকিস্তানের হাতে তুলে দেওয়া ইরানের সেই জঙ্গি খতম বালুচিস্তানে
Next articleনয়া নির্দেশিকা, ২৩ নভেম্বর থেকে খুলছে রাজ্যের এই শিক্ষাপ্রতিষ্ঠানগুলি