Friday, December 5, 2025

আমাকে না বলে অধীর বরং বাংলার ভোটে কিছু করে দেখান: সিব্বল

Date:

Share post:

“অধীর চৌধুরী আমাকে নিয়ে কী বললেন, তা নিয়ে আদৌ ভাবছি না। ওঁর মন্তব্যের কোনও জবাবও দেব না। তবে অধীরের উচিত এখন ওঁর সমস্ত এনার্জি বাংলার ভোটে কাজে লাগানো। সামনেই বাংলার বিধানসভা নির্বাচন। এই ভোটে কংগ্রেস দলকে গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছে দেওয়া যায় কীভাবে, তা নিয়ে ভাবুন অধীর। সেটা করে দেখান। আমি লক্ষ লক্ষ সাধারণ কংগ্রেস কর্মীর আবেগ তুলে ধরেছি এবং সেটা করেই যাব।” লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী সম্প্রতি তাঁকে কটাক্ষ করে যে মন্তব্য করেছিলেন, তার প্রতিক্রিয়ায় এই কথাগুলি বললেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও কংগ্রেস নেতা কপিল সিব্বল। এক সর্বভারতীয় চ্যানেলের সাক্ষাৎকারে অধীরের কথাকে গুরুত্ব না দিয়ে সিব্বলের খোঁচা, উনি বাংলার ভোটে মন দিন।

প্রসঙ্গত, বিহার বিধানসভা নির্বাচন ও কয়েকটি রাজ্যের উপনির্বাচনে কংগ্রেসের শোচনীয় হারের পর কপিল সিব্বল সংবাদমাধ্যমে বলেন, আমাদের আত্মসমীক্ষা করা উচিত। মানুষের কাছে কংগ্রেস কেন গ্রহণযোগ্য বিকল্প হতে পারছে না, কেন পরপর সব নির্বাচনে আমরা হারছি, তা খতিয়ে দেখা উচিত শীর্ষ নেতৃত্বের। সিব্বলের ওই মন্তব্যের পর পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী তীব্র ভাষায় তাঁর সমালোচনা করেন। অধীর বলেন, “কংগ্রেসে না পোষালে কপিল সিব্বল দল ছেড়ে দিন। প্রকাশ্যে কংগ্রেসের সমালোচনা না করে বরং যে দল ওঁর জন্য উপযুক্ত বলে মনে হবে সেই দলে যোগ দিন অথবা নিজের দল তৈরি করুন।” অধীরের সেই কটাক্ষ ফিরিয়ে কপিল সিব্বল বললেন, “আমার মন্তব্য কোনও ব্যক্তির বিরুদ্ধে নয়। আমি দলের অসংখ্য সাধারণ কর্মীর আবেগটাই তুলে ধরেছি। আমি কংগ্রেস ওয়ার্কিং কমিটির অংশ নই। ফলে আমার কিছু বলার থাকলে অন্য আর কীভাবে বলব? অধীর হয়ত জানেন না আমি বিহারে প্রচারের জন্যও যেতে চেয়েছিলাম। কিন্তু সেই সুযোগ পাইনি। যে দলে ১৮ মাস কোনও পূর্ণ সময়ের সভাপতি থাকে না, সেই দল কীভাবে বিজেপির বিকল্প হয়ে উঠবে তা ভাবার সময় এসেছে।” প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর খেদ, ২০১৪ আর ২০১৯ এর লোকসভা নির্বাচন ও এখন পরপর অন্যান্য ভোটে হারার পর আত্মসমীক্ষা না হলে আর কবে হবে?

আরও পড়ুন : দেশীয় ভ্যাকসিনের ট্রায়াল ডোজ নিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, জানালেন অভিজ্ঞতার কথা

spot_img

Related articles

রেপো রেট কমাল RBI: স্বস্তিতে ঋণগ্রহীতারা, চিন্তিত আমানতকারীরা

বছরের শেষে বড় ঘোষণা রিজার্ভ ব্যাঙ্কের (RBI)। শুক্রবার সকালে Repo rate ২৫ বেসিস পয়েন্ট কমানোর সিদ্ধান্ত ঘোষণা করেছেন...

Indigo-র ১০০০ বিমান বাতিল! বিমানবন্দরে আতান্তরে যাত্রীরা

বিমান বাতিলের (Flight Cancelled) রেকর্ড গড়ল দেশের বৃহত্তম বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগো (Indigo)। গত ৩-৪ দিনে বিমান বাতিল...

‘বন্ধু’ পুতিনকে শ্রীমদ্ভগবদ্ গীতা উপহার মোদির, সফরে বিশেষ নজর ভারত-রুশ জ্বালানি সম্পর্কে

দুদিনের সফরে ভারতে পা রেখেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। বৃহস্পতিবার সন্ধেয় প্রোটোকল ভেঙে তাঁকে বিমানবন্দরে গিয়ে...

বড়ে বড়ে দেশো মে… DDLJ-র ৩০ বছর পূর্তিতে লন্ডনের লেস্টার স্কোয়ারে ব্রোঞ্জের রাজ-সিমরন

'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে'- শাহরুখ খান- কাজল অভিনীত অত্যন্ত জনপ্রিয় এই বলিউডি ফিল্মের (Bolliwood Film) এবার মুক্তির ৩০...