মরশুমের প্রথম ডার্বিতে জয় এটিকে এমবির, বাগানের হয়ে গোল রয় কৃষ্ণ-মনভীরের

মরশুমের প্রথম ডার্বিতে জয় এটিকে মোহনবাগানের। ২-০ গোলে তারা হারাল এসসি ইস্টবেঙ্গলকে। এটিকে এমবির হয়ে গোল করেন রয় কৃষ্ণ এবং মনভীর সিং এর ।

আইএসএল এর প্রথম ম‍্যাচেই হার এসসি ইস্টবেঙ্গলের। গোয়ার তিলক ময়দানে এদিন এটিকে এমবির কাছে হারল লাল-হলুদ ব্রিগেড। ম‍্যাচের শুরু থেকেই এদিন আক্রমনে ঝাপায় দু দল। ম‍্যাচের প্রথমার্ধে গোলের সুযোগ পেলেও গোল করতে ব‍্যর্থ হন ইস্টবেঙ্গল স্ট্রাইকার বলবন্ত সিং। ম‍্যাচের ৩৬ মিনিটে ইস্টবেঙ্গলের হয়ে দুরন্ত সেভ দেবজিৎ মজুমদারের। এরপর ম‍্যাচের ৩৮ মিনিটে সহজ সুযোগ মিস করেন বলবন্ত। তবে এরই মাঝে আক্রমণে ঝাপায় এটিকে মোহনবাগান। তবে গোলের দরজা খুলতে ব‍্যর্থ হয় হাবাসের দল। যার ফলে গোলশূন‍্য ভাবে শেষ হয় ম‍্যাচের প্রথমার্ধ।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধে শুরু থেকেই আক্রমনের ঝাঁজ বারায় এটিকে মোহনবাগান। যার ফলে ম‍্যাচের ৪৮ মিনিটে এটিকে এমবির হয়ে প্রথম গোলটি করেন রয় কৃষ্ণ। এরপর ম‍্যাচে বেশ কিছু পরিবর্তন আনেন লাল-হলুদ কোচ রবি ফাউলার। ডিফেন্সে রানা ঘরামিকে তুলে অভিষেক আম্বেকর এবং ফরোয়ার্ডে ব‍্যর্থ বলবন্তকে বসিয়ে মহম্মদ রফিককে নামায় ফাউলার। তবে কাজের কাজ কিছু হয়নি । দলে পরিবর্তন আনলেও গোলের দরজা খুলতে ব‍্যর্থ হয় ইস্টবেঙ্গল। ম‍্যাচের ৬৩ মিনিটে উইলিয়ামসকে তুলে মনভীরকে নামায় হাবাস। এরপর আরও আক্রমনাত্মক খেলতে শুরু করে বাগান ব্রিগেড। যার ফলে ম‍্যাচের ৮৪ মিনিটে এটিকে এমবির হয়ে গোল মনভীরের। ম‍্যাচে পরিবর্ত নেমেই গোল পাঞ্জাব তনয়ের।

এদিন কার্যত লাল-হলুদ ডিফেন্সকে সহজে উড়িয়ে দিল রয় কৃষ্ণ, ডেভিড উইলিয়ামসরা। এটিকে এমবির বিদেশিরা হিট হলেও, সুপার ফ্লপ লাল-হলুদের বিদেশি ব্রিগেড। মাঘোমা, পিলকিংটন ছাড়া ব‍্যর্থ স্কট নেভিল, ড‍্যানি ফক্সরা। হাবাসের ছকের কাছে ব‍্যর্থ ফাউলার।

ম‍্যাচে এদিন দুরন্ত ফর্মে বাঙালি ব্রিগেড। ম‍্যাচের শুরু থেকেই নজর কারেন প্রবীর, প্রীতম সুভাষিশ বোসরা। আইএসএলের প্রথম ডার্বিতে জয় পেয়ে উচ্ছসিত বঙ্গব্রিগেড।

আরও পড়ুন- শুভেন্দুর পদত্যাগপত্র গ্রহণ, মুখ্যমন্ত্রী নিজেই সামলাবেন তিনটি দফতর

Previous articleকরোনা নেগেটিভ সার্টিফিকেট না থাকায়  বেনাপোল চেকপোস্টে আটকে শতাধিক যাত্রী
Next articleকলকাতা পুলিশে রদবদল, কোন্ থানায় কে দেখে নিন