‘বিজেপির মুখ্যমন্ত্রীর মুখ ৫ জন’, নিজেই জানালেন দিলীপ ঘোষ

একুশের বিধানসভা ভোটের দামামা বেজে গিয়েছে। শাসক- বিরোধী, দু’পক্ষই নেমে পড়েছে ময়দানে৷
আর তার মাঝেই বোমা ফাটিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়ে দিলেন, “এরাজ্যে বিজেপির মুখ্যমন্ত্রীর মুখ ৫ জন”।

টুইট করে নিজেই একথা বললেন দিলীপ ঘোষ। তিনি লিখেছেন, “আমি অত্যন্ত গর্বিত যে আমি রাজ্য সভাপতির দায়িত্বে থাকাকালীন পাঁচজন মুখ্যমন্ত্রীর মুখ তৈরি হয়েছে।”

বিজেপি-বিরোধী শিবির দীর্ঘদিন ধরেই বলে চলেছে, ক্ষমতায় এলে কে হবেন গেরুয়া-মুখ্যমন্ত্রী? তেমন মুখ কোথায়? এবার এই প্রচারের জবাব দিলেন বঙ্গ- বিজেপির সভাপতি৷

বিজেপির মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে জল্পনার শেষ নেই। কখনও ভাসছে জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়কের নাম, কখনও উঠছে সদ্য মন্ত্রিত্ব ত্যাগ করা তৃণমূল নেতার নাম৷ এ ছাড়া বিজেপির রাজ্যের শীর্ষস্তরের দু-একজন নেতার নামও কখনও কখনও উঠে এসেছে৷ খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও এই জল্পনার শরিক হয়ে বলেছিলেন, “দু’জন নয়, তালিকা আরও দীর্ঘ।” এরপর জল্পনা আরও তীব্র হয়েছে৷ অমিত শাহ আগে একবার বলেছিলেন, “বাংলার মুখ্যমন্ত্রী হবেন বাংলা ভূমিপুত্রই।” এ রাজ্যের মুখ্যমন্ত্রী যে অন্য রাজ্য থেকে আসবে না, তা নিশ্চিত জানার পরেও শাহ কেন ‘ভূমিপুত্র’ শব্দে সেদিন জোর দিয়েছিলেন, তা রহস্যজনক৷ অনেকেই এর মধ্যে কোনও কৌশল আছে বলে মনে করছেন৷

সকলেরই জানা মাঝে একবার বিজেপির বঙ্গ- মুখ্যমন্ত্রীর মুখ হিসাবে রামকৃষ্ণ মিশনের এক সন্ন্যাসীর নামও উঠেছিলো৷ যদিও তিনি তীব্র ভাষায় এই প্রচারের প্রতিবাদ করে জানিয়েছিলেন, কোনও প্রকৃত সন্ন্যাসী এ ধরনের পদের জন্য লালায়িত হতে পারেন না৷ জল্পনা এখনও পুরোদস্তুর বহাল৷ বিষয়টি নিয়ে প্রতিদিনই চর্চা চলছে৷

তার মাঝেই দিলীপ ঘোষ পাঁচ মুখ্যমন্ত্রী তৈরি আছেন বলে জানিয়ে দিলেন৷ পাঁচজনের কথা বললেও দিলীপ ঘোষ তাঁর টুইটে পাঁচ জনের নাম জানাননি৷ তবে রাজনৈতিক মহলের ধারনা, ওই পাঁচজনের একজন নিশ্চিতভাবেই দিলীপ ঘোষ নিজে৷

আরও পড়ুন- ২ ডিসেম্বর থেকে রাজ্য জুড়ে চলবে লোকাল

Previous article২ ডিসেম্বর থেকে রাজ্য জুড়ে চলবে লোকাল
Next articleসরকার ফেলার ষড়যন্ত্র? সিবিআই বাঁধা পড়তেই ইডি তৎপর মহারাষ্ট্রে