Thursday, August 28, 2025

৭ ঘণ্টা আলোচনাতেও কাটল না জট, ফের শনিবার কৃষক-কেন্দ্র বৈঠক

Date:

Share post:

টানা ৭ ঘণ্টা বৈঠকের পরেও কোনও সমাধান সূত্র বের হলো না কৃষি বিল নিয়ে। ফল স্বরূপ আগামী ৫ ডিসেম্বর ফের কৃষকদের সঙ্গে তৃতীয় দফায় বৈঠকের প্রস্তাব দিল সরকার। জানা গিয়েছে, এদিনের বৈঠকের পরও নিজের অবস্থান থেকে সরতে অনড় কৃষক ও সরকার দুই পক্ষই। সূত্রের খবর, ন্যূনতম সহায়ক মূল্য(এমএসপি) নিয়ে এদিন কৃষকের কাছে নিজেদের বক্তব্য স্পষ্ট করে দেওয়া হয়েছে সরকারের তরফে। কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার জানিয়ে দিয়েছেন, ন্যূনতম সহায়ক মূল্যের ক্ষেত্রে কোনওরকম পরিবর্তন আনা হচ্ছে না। জানা গিয়েছে এদিন বৈঠক চলাকালীন কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দুবার ফোনে কথাও বলেন।

বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার জানান, কৃষকদের প্রতি সরকারের কোনও ইগো নেই। তাঁর কথায় এপিএমসি-কে আরো মজবুত করতে সরকার কাজ করে যাবে। একইসঙ্গে আগামী ৫ ডিসেম্বর শনিবার দুপুর দুটোয় ফের একবার কৃষকদের সঙ্গে বৈঠক হবে বলেও জানান তিনি। পাশাপাশি সাংবাদিক বৈঠকে কৃষিমন্ত্রী কৃষকদের কাছে অনুরোধ জানান, আন্দোলন থেকে বিরত থাকার জন্য। তাঁর কথায়, ‘সংবাদমাধ্যমের মাধ্যমে আমি কৃষকদের কাছে অনুরোধ করছি সরকার এবং কৃষক ইউনিয়নের মধ্যে আলোচনা চলছে। আপনারা আপনাদের এই আন্দোলন তুলে নিল। আলোচনা যখন হয়েছে তখন সমাধান অবশ্যই বের হবে।’ পাশাপাশি আরও বলেন, ‘আজকের আলোচনা বেশ ইঙ্গিতপূর্ণ। কৃষকরা তাদের বক্তব্য আমাদের কাছে তুলে ধরেছে। ৫ ডিসেম্বরের আলোচনায় অবশ্যই কোনও না কোনও রাস্তা বের হবে।’

আরও পড়ুন:কৃষক আন্দোলনকে সমর্থন, পদ্মবিভূষণ ত্যাগ প্রকাশ সিং বাদলের

এদিকে বৈঠক শেষে ভারতীয় কৃষক ইউনিয়নের প্রবক্তা রাকেশ টিকৌত বলেন, ‘সরকার এই এমএসপির বিষয়টি নিয়ে সমাধানের পথে হাঁটার ইঙ্গিত দিয়েছে। আমরা অনুমান করছি এমএসপি ইস্যুতে সরকার কৃষকদের দাবির পথে হাঁটবে। আলোচনা এগোচ্ছে। কিন্তু মূল বিষয় এই আইন রদ করা। কৃষকদের দাবি, অবিলম্বে এই আইন বাতিল করা হোক। তবে সরকার আপাতত এমএসপির নিয়মকানুন সংশোধনের পথে হাঁটতে চাইছে।’

spot_img

Related articles

আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মেগা সমাবেশ, শহরে ঢল পড়ুয়াদের

বৃহস্পতিবার সকাল থেকে মহানগরীর রাস্তায় ছাত্র-ছাত্রীদের ভিড়, সকলের গন্তব্য গান্ধী মূর্তির পাদদেশ। আজ তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা...

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...