Thursday, August 21, 2025

পূর্ব মেদিনীপুরের দুই ‘শুভেন্দু-ঘনিষ্ঠ’ ব্লক সভাপতিকে সরিয়ে দিলো তৃণমূল

Date:

Share post:

ভার্চুয়াল বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তার কয়েক ঘন্টার মধ্যেই সরিয়ে দেওয়া হলো পূর্ব মেদিনীপুরের দুই ‘শুভেন্দু-ঘনিষ্ঠ’ ব্লক সভাপতিকে৷

তৃণমূল সুপ্রিমো শুক্রবারের ভার্চুয়াল বৈঠকে পূর্ব মেদিনীপুরের তৃণমূল সভাপতি শিশির অধিকারীকে স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন, যাঁরা দলের বিরোধিতা করছে তাঁদের এক মুহূর্ত আর পদে রাখা যাবে না। সেই নির্দেশ অনুসারে নন্দীগ্রাম-১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি মেঘনাথ পাল এবং ভগবানপুর-২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি মানব পায়রাকে সরানো হলো৷ তবে এখনই এদের দল বহিস্কার না করে, শুধুই তাদের পদ থেকে সরিয়েছে তৃণমূল।

জানা গিয়েছে, মেঘনাথ পালকে সরিয়ে নন্দীগ্রাম- ১ নম্বর ব্লকের সভাপতি মনোনীত করা হয়েছে স্বদেশরঞ্জন দাসকে। আর মানব পয়রা’র জায়গায় ভগবানপুর-২ নম্বর ব্লক তৃণমূলের সভাপতি হয়েছেন শশাঙ্ক শেখর জানা।

সূত্রের খবর, নন্দীগ্রামের ব্লক সভাপতি নাম উল্লেখ করেই তাঁকে সরানোর কথা ওই ভার্চুয়াল বৈঠকেই বলেছিলেন দলনেত্রী। ফলে সময় নষ্ট আর করেননি দলের জেলা সভাপতি৷ ওই দুই ব্লক সভাপতিকে তাদের পদ থেকে সরিয়ে দিয়েছেন। প্রসঙ্গত, নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর সঙ্গে দল আর নতুন করে কোনও আলোচনাতেই যাবে না বলে আগেই জানিয়েছিলেন সৌগত রায়৷ এই বার্তাতেই স্পষ্ট হয়, শুভেন্দু অধিকারী দলে অতীত৷ ওদিকে দলের শীর্ষ মহল লক্ষ্য করেছে, পরের পর যে সব সামাজিক ও অরাজনৈতিক অনুষ্ঠান করে চলেছেন নন্দীগ্রামের বিধায়ক সেইসব অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসের স্থানীয় বা জেলা স্তরের বহু নেতৃত্বই হাজির থাকছেন৷ এদের অনেকে আবার শুভেন্দুর অনুষ্ঠানের মূল আয়োজকও৷ যেমন সদ্য অপসারিত মেঘনাথ পাল
শুভেন্দুর সব ‘অরাজনৈতিক’ অনুষ্ঠানে বাইক র‍্যালির প্রধান উদ্যোক্তা৷ এরপরই মমতা স্পষ্ট বার্তা দেন, এঁদের সঙ্গে দলের আর সম্পর্ক নেই৷ তৃণমূল নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে দল বিরোধী কাজ বা কেউ দলে কোনও অস্থিরতার সৃষ্টি করলেই তাঁকে পদ থেকে সরানো হবে, দল থেকে তাড়ানো হবে না।

আরও পড়ুন-দাবি না মানলে এবার সংসদ ভবন ঘেরাও, বৈঠকের আগেই হুঁশিয়ারি কৃষকদের

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...