Sunday, November 23, 2025

পূর্ব মেদিনীপুরের দুই ‘শুভেন্দু-ঘনিষ্ঠ’ ব্লক সভাপতিকে সরিয়ে দিলো তৃণমূল

Date:

Share post:

ভার্চুয়াল বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তার কয়েক ঘন্টার মধ্যেই সরিয়ে দেওয়া হলো পূর্ব মেদিনীপুরের দুই ‘শুভেন্দু-ঘনিষ্ঠ’ ব্লক সভাপতিকে৷

তৃণমূল সুপ্রিমো শুক্রবারের ভার্চুয়াল বৈঠকে পূর্ব মেদিনীপুরের তৃণমূল সভাপতি শিশির অধিকারীকে স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন, যাঁরা দলের বিরোধিতা করছে তাঁদের এক মুহূর্ত আর পদে রাখা যাবে না। সেই নির্দেশ অনুসারে নন্দীগ্রাম-১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি মেঘনাথ পাল এবং ভগবানপুর-২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি মানব পায়রাকে সরানো হলো৷ তবে এখনই এদের দল বহিস্কার না করে, শুধুই তাদের পদ থেকে সরিয়েছে তৃণমূল।

জানা গিয়েছে, মেঘনাথ পালকে সরিয়ে নন্দীগ্রাম- ১ নম্বর ব্লকের সভাপতি মনোনীত করা হয়েছে স্বদেশরঞ্জন দাসকে। আর মানব পয়রা’র জায়গায় ভগবানপুর-২ নম্বর ব্লক তৃণমূলের সভাপতি হয়েছেন শশাঙ্ক শেখর জানা।

সূত্রের খবর, নন্দীগ্রামের ব্লক সভাপতি নাম উল্লেখ করেই তাঁকে সরানোর কথা ওই ভার্চুয়াল বৈঠকেই বলেছিলেন দলনেত্রী। ফলে সময় নষ্ট আর করেননি দলের জেলা সভাপতি৷ ওই দুই ব্লক সভাপতিকে তাদের পদ থেকে সরিয়ে দিয়েছেন। প্রসঙ্গত, নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর সঙ্গে দল আর নতুন করে কোনও আলোচনাতেই যাবে না বলে আগেই জানিয়েছিলেন সৌগত রায়৷ এই বার্তাতেই স্পষ্ট হয়, শুভেন্দু অধিকারী দলে অতীত৷ ওদিকে দলের শীর্ষ মহল লক্ষ্য করেছে, পরের পর যে সব সামাজিক ও অরাজনৈতিক অনুষ্ঠান করে চলেছেন নন্দীগ্রামের বিধায়ক সেইসব অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসের স্থানীয় বা জেলা স্তরের বহু নেতৃত্বই হাজির থাকছেন৷ এদের অনেকে আবার শুভেন্দুর অনুষ্ঠানের মূল আয়োজকও৷ যেমন সদ্য অপসারিত মেঘনাথ পাল
শুভেন্দুর সব ‘অরাজনৈতিক’ অনুষ্ঠানে বাইক র‍্যালির প্রধান উদ্যোক্তা৷ এরপরই মমতা স্পষ্ট বার্তা দেন, এঁদের সঙ্গে দলের আর সম্পর্ক নেই৷ তৃণমূল নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে দল বিরোধী কাজ বা কেউ দলে কোনও অস্থিরতার সৃষ্টি করলেই তাঁকে পদ থেকে সরানো হবে, দল থেকে তাড়ানো হবে না।

আরও পড়ুন-দাবি না মানলে এবার সংসদ ভবন ঘেরাও, বৈঠকের আগেই হুঁশিয়ারি কৃষকদের

spot_img

Related articles

উত্তরাখণ্ডের সরকারি স্কুলের কাছ থেকে উদ্ধার ১৬১টি জিলেটিন স্টিক! চাঞ্চল্য এলাকায়

দিল্লির লালকেল্লার সামনে আত্মঘাতী গাড়ি বিস্ফোরণের ঘটনা কয়েকদিন যেতে না যেতেই এবার উত্তরাখণ্ডের (Uttarakhand) আলমোড়ায় এক সরকারি স্কুলের...

লালকেল্লার সামনে বিস্ফোরণ কাণ্ডে কাশ্মীর থেকে ধৃত আরও ১, মিলেছে জইশ যোগ!

রাজধানীতে লালকেল্লার (Red fort) সামনে আত্মঘাতী গাড়ি বিস্ফোরণের ঘটনায় বাড়ল গ্রেফতারির সংখ্যা। শনিবার পুলওয়ামা থেকে এক সন্দেহভাজন যুবক...

‘মানচিত্র খাবো’, উৎপল সিনহার কলম

ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি... অবিস্মরণীয় এই লেখাটির স্রষ্টা সুকান্ত ভট্টাচার্য। আবার, রুটির বিনিময়ে প্রিয়ার চোখের মণি...

 ‘ব্ল্যাক টাইগার’-এর অজানা কাহিনি: এক ভারতীয় বীরের জীবনসংগ্রাম

ভারতের রাজস্থানের শ্রীগঙ্গানগরের এক ধুলোমাখা শহরে ১৯৫২ সালে জন্মেছিল এক সাধারণ ছেলে—রাভিন্দ্র কৌশিক। স্কুল-কলেজে নাচ, নাটক, অভিনয়ে সবার...