রিপাবলিক টিভির সব কর্মীকে পুলিশি নিরাপত্তা দেওয়ার আর্জি খারিজ শীর্ষ আদালতে

আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে সম্প্রতি মহারাষ্ট্র পুলিশ গ্রেফতার করেছিল রিপাবলিক টিভি সঞ্চালক অর্ণব গোস্বামীকে। সেই মামলায় সম্প্রতি জামিন পেয়েছেন তিনি। এরপরই রিপাবলিক টিভির সকল কর্মীদের পুলিশি নিরাপত্তা দেওয়ার দাবিতে আদালতে আবেদন জানানো হয়। তবে সেই মামলা এদিন পত্রপাঠ খারিজ করে দিয়েছে দেশের শীর্ষ আদালত। এই ধরনের আবেদন ভিত্তিহীন বলে জানিয়ে দেওয়া হয়েছে আদালতের তরফে।

আরও পড়ুন:মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ‘হাউস অ্যারেস্ট’! আপের অভিযোগ ওড়াল দিল্লি পুলিশ

সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে সম্প্রতি শীর্ষ আদালতের দুটি পিটিশন দাখিল করা হয়েছিল রিপাবলিক টিভি তরফে। যার একটিতে রিপাবলিক টিভি সঞ্চালক অর্ণব গোস্বামী মহারাষ্ট্র পুলিশের একজন সিনিয়র অফিসারের বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবি করেন। পাশাপাশি আরও একটি পিটিশনে আবেদন জানানো হয় রিপাবলিক টিভির সকল কর্মীদের পুলিশি নিরাপত্তা দেওয়া হোক। সোমবার ৭ ডিসেম্বর এই দুটি মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টের ডিওয়াই চন্দ্রচূড় ও ইন্দিরা বন্দোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে। এদিন রিপাবলিক টিভির আইনজীবীর তরফে এই দুটি মামলার সওয়াল শোনার পরই খারিজ করে দেওয়া হয় শীর্ষ আদালতে তরফে।
