Wednesday, December 24, 2025

আপাতত স্থিতিশীল প্রাক্তন মুখ্যমন্ত্রী, চিকিৎসকদের নির্দেশে সাড়া

Date:

Share post:

প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। শুক্রবার সকালে মেডিক্যাল বুলেটিনে একথা জানায় উডল্যান্ড হাসপাতাল কর্তৃপক্ষ। ভেন্টিলেশনে থাকলেও তিনি সচেতন আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। শুক্রবার সকালে তাঁকে ঘুমের ওষুধ দেওয়াও বন্ধ করা হয়েছে। ভেন্টিলেশন ছাড়াও বুদ্ধদেব ভট্টাচার্য স্থিতিশীল থাকতে পারছেন কি না তা বিভিন্ন পরীক্ষা–নিরীক্ষার মাধ্যমে দেখতে চাইছেন চিকিৎসকরা।

বুধবার থেকে শ্বাসকষ্টের সমস্যা নিয়ে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।
শুক্রবার সকালে চিকিৎসকরা জানান, বৃহস্পতিবার সন্ধে থেকে তাঁর শারীরিক পরিস্থিতি একই রকম রয়েছে।
• বুদ্ধদেবের শরীরে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ ৫৫ শতাংশ।
• এদিন সকালে তাঁর ঘুমের ওষুধ বন্ধ করা হয়েছে।
• তাঁর চেতনা ধীরে ধীরে ফিরছে।
• চিকিৎসকদের নির্দেশে সাড়াও দিচ্ছেন তিনি।
• চোখ মেলে তাকানোর চেষ্টা করছেন।
• ধীরে ধীরে ভেন্টিলেটরের ওপর নির্ভরশীলতা কমানো হবে বলে এদিন জানিয়েছেন চিকিৎসকরা।
• তার আগে দেখতে হবে যে তিনি ভেন্টিলেশন ছাড়া কতটা সাড়া দিচ্ছেন।

আরও পড়ুন : অবস্থার কিছুটা উন্নতি, তবে সংকট কাটেনি বুদ্ধবাবুর

শুক্রবার সকালে প্রাক্তন মুখ্যমন্ত্রী শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র ও নেতারা।

আপাতত রাইস টিউবের মাধ্যমে বুদ্ধদেববাবুকে দেওয়া হচ্ছে তরলজাতীয় খাবার। সংক্রমণ ঠেকাতে চলছে অ্যান্টিবায়োটিক।

spot_img

Related articles

উৎসবেও অব্যাহত উন্নয়ন: বুধে গুরুত্বপূর্ণ মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী

বছর শেষে উৎসবে মাতোয়ারা গোটা বাংলা। অন্যদিকে বিধানসভা নির্বাচন আসন্ন। এই পরিস্থিতিতে কোনও ভাবেই উৎসবের আনন্দে থমকে যেতে...

জনজাতি এলাকায় বেআইনি দখলদারি, উচ্ছেদের দাবি তুলতেই অসম পুলিশের গুলি, মৃত ২

বিজেপি শাসিত রাজ্যগুলিতে উপজাতি বা জনজাতির মানুষের অধিকার যে একেবারেই রক্ষিত হয় না তার প্রমাণ আগেও মিলেছে। ফের...

তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যান নির্বাচন অবৈধ, পুনর্নির্বাচনের নির্দেশ হাইকোর্টের

তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যান নির্বাচন নিয়ে বড়সড় পর্যবেক্ষণ হাইকোর্টের। চেয়ারম্যান চঞ্চল কুমার খাঁড়ার নির্বাচন পদ্ধতিকে অবৈধ ঘোষণা করল কলকাতা...

ফের রক্তাক্ত কোচবিহার: দিনহাটায় গুলিবিদ্ধ তৃণমূল নেতা

ফের দুষ্কৃতী দৌরাত্ম্য কোচবিহারে। দিনহাটার (Dinhata) বাড়ি থেকে বেরোতেই গুলি চালানো হয় তৃণমূল নেতা মিঠুন রাজভরকে লক্ষ্য করে।...